সোমবার , ১৫ নভেম্বর ২০২১ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ড্রেজার মেশিনে আগুন

Paris
নভেম্বর ১৫, ২০২১ ১০:০৫ পূর্বাহ্ণ

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের  কবিরপুর এলাকার জিঞ্জিরাম নদীতে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর ধারায় এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত একটি ড্রেজার মেশিন আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ ছাড়া বালু উত্তোলনে ব্যবহৃত তিন কিলোমিটার বিস্তৃত প্রায় পাঁচ লাখ টাকার ৪০০ মিটার পাইপ গুড়িয়ে দেওয়া হয়।

kalerkantho

গতকাল রবিবার (১৪ নভেম্বর) বেলা ২টার দিকে দেওয়ানগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অহনা জিন্নাতের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

দেওয়ানগঞ্জ সহকারী কমিশনার ভূমি অহনা জিন্নাত বলেন, ‘উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নির্দেশনায় সরকারি সম্পত্তি রক্ষায় জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে। কাউকে সরকারি সম্পত্তি ধ্বংস করে অবৈধভাবে বালু এবং মাটি উত্তোলন করতে দেওয়া হবে না।’

স্থানীয় সূত্র জানায়, অভিযানের খবর পেয়ে অবৈধভাবে বালু উত্তোলনকারী চক্রটি ব্যবহৃত সরঞ্জামাদি ধানক্ষেতে রেখে পালিয়ে যায়। এ সময় অভিযানে অংশগ্রহণকারীরা  ধানক্ষেত থেকে মেশিন এবং পাইপ খুঁজে বের করে সেসব ধ্বংস করে দেন। এর আগেও অবৈধভাবে বালু উত্তোলনের  বিরুদ্ধে কয়েকটি অভিযান পরিচালনা করায় জনমনে স্বস্তি ফিরে এসেছে বলে জানান স্থানীয়রা।

 

 

সূত্রঃ কালের কণ্ঠ

সর্বশেষ - জাতীয়