সোমবার , ৮ নভেম্বর ২০২১ | ২রা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

দেয়ালের মাঝে দুইদিন আটকে ছিলেন নগ্ন ব্যক্তি!

Paris
নভেম্বর ৮, ২০২১ ৯:৫৬ পূর্বাহ্ণ

একটি থিয়েটারের দেয়ালের মাঝে আটকে ছিলেন এক ব্যক্তি। উদ্ধারকর্মীরা দুইদিন পর তাকে সেখান থেকে উদ্ধার করে। কিন্তু ওই ব্যক্তিকে দেখে উদ্ধারকর্মীদের চোখ কপালে উঠে যায়। কারণ ওই ব্যক্তি ছিলেন সম্পূর্ণ নগ্ন।

বিবিসি শনিবার এক প্রতিবেদনে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের সিরাকিউজ শহরে এই ঘটনা ঘটে। দেয়ালের মাঝে আটকা পড়া ওই ব্যক্তি সাহায্যের জন্য চিৎকার করছিলেন।

স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানায়, উদ্ধারকর্মীরা থিয়েটারের দেয়াল কেটে ওই ব্যক্তিকে নগ্ন অবস্থায় উদ্ধার করেন। তাকে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে ওই প্রতিবেদনে জানা গেছে।

তবে ওই ব্যক্তি কিভাবে দেয়ালের মাঝের জায়গায় কীভাবে ঢুকলেন তা নিশ্চিত নয় বলে সিরাকিউজের দমকল বিভাগ এক ফেসবুক পোস্টে জানিয়েছে।

ওই ব্যক্তির পরিচয়ও প্রকাশ করা হয়নি। তবে চলতি সপ্তাহের শুরুতে ওই ব্যক্তিকে ভবনের চারপাশে উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করতে দেখেছেন বলে ল্যান্ডমার্ক থিয়েটারের পরিচালক মাইক ইনটাগ্লিয়েটা স্থানীয় গণমাধ্যম সিরাকিউজডটকমকে জানিয়েছেন।

ওই ব্যক্তি ঠান্ডা থেকে বাঁচতে অথবা টয়লেট ব্যবহারের জন্য দেয়ালের মাঝে ঢুকতে পারেন বলে ধারণা করেছেন তিনি।

ওই ব্যক্তি মানসিকভাবে অসুস্থ হতে পারেন বলে ধারণা করছে পুলিশ। তার বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হয়নি বলেও জানিয়েছে পুলিশ।

 

সূত্রঃ যুগান্তর

সর্বশেষ - আন্তর্জাতিক