শরীয়তপুরে ইলিশসহ ১২ জেলে আটক

সিল্কসিটিনিউজ ডেস্ক:

শরীয়তপুর জাজিরায় মা ইলিশ সংরক্ষণ অভিযানের নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ১২ জেলেকে আটক করা হয়েছে। এ সময় ২৫ কেজি ইলিশ মাছ ও ২৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।

বুধবার (৬ অক্টোবর) ভোর ৫টার দিকে পদ্মা নদীর জাজিরা পয়েন্টে অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়। হয়। পরে জেলা নির্বাহী ম্যজিস্ট্রেট সালমান হাবিবের ভ্রাম্যমাণ আদালতে তাদের প্রত্যেককে পাঁচ হাজার করে মোট ৬০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

আটককৃতরা হলেন- জাজিরা উপজেলার রাকিব মোল্লা (২৫), সুমন ছৈয়াল (৩২), সফিক মৃধা (৩০), রনি মোল্লা (১৯), মো. আসলাম বেপারী (২১), নড়িয়া উপজেলার অলিল মিয়া খা (৩২), রবিন বন্দুকসী (২১), রনি মোল্লা (২২), সামছুল আলম পাই (২২), সিপন আকন (৩৫), শাহিন হাওলাদার (২৫) ও ফেরদাউস খা (২৫)।

উপজেলা মৎস্য কর্মকর্তা সরদার গোলাম মোস্তফা অর্থদণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জনান, মাছগুলো তিনটি এতিমখানায় বিলি করা হয়েছে। জব্দকৃত অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে দেওয়া হয়েছে।

সূত্র: কালের কন্ঠ