শনিবার , ৯ অক্টোবর ২০২১ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

ফ্রিতে বিশ্বকাপ দেখা যাবে না অস্ট্রেলিয়ায়!

Paris
অক্টোবর ৯, ২০২১ ১২:৪৪ অপরাহ্ণ

ওমান ও সংযুক্ত আরব আমিরাতে আর মাত্র কয়েকদিন দিন পরই শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর। এবারের আসরের অন্যতম ফেভারিট দল অস্ট্রেলিয়া। তবে অস্ট্রেলিয়ার মানুষ নাকি খেলাই দেখতে পারবে না ফ্রিতে! এমনটাই জানিয়েছে অস্ট্রেলিয়ার ক্রিকেটভিত্তিক নিউজ পোর্টাল ‘ক্রিকেট ডটকম ডটএইউ’।

গত ১১ বছরে যা হয়নি অস্ট্রেলিয়ায়, এবার সেটাই হতে যাচ্ছে। অস্ট্রেলিয়ায় বিশ্বকাপের ম্যাচগুলো সরাসরি সম্প্রচারের অনুমতি পেয়েছে ‘ফক্সটেল’ ও ‘কায়ো’ টিভি চ্যানেল।

এই দুটি চ্যানেল জানিয়েছে, খেলা সরাসরি দেখতে চাইলে দিতে হবে সাবস্ক্রিপশন ফি। এমন ঘটনা ঘটেছিল ২০১০ সালে ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের সময়েও। এরপর এমন কিছুর সম্মুখীন হতে হয়নি অজি সমর্থকদের।

সম্প্রতি বাংলাদেশ সফরে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে এসেছিল অস্ট্রেলিয়া। এই সিরিজটাও সরাসরি সম্প্রচার করেনি অস্ট্রেলিয়ান কোনো টিভি চ্যানেলে।

এদিকে ‘কায়ো’ টিভি চ্যানেল ১৪ দিনের জন্য সাবস্ক্রিপশন ফ্রি করে দিয়েছে। এ সময়ে অবশ্য অস্ট্রেলিয়ার সুপার টুয়েলভের ম্যাচগুলো রয়েছে।

 

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন

সর্বশেষ - খেলা