শুক্রবার , ৮ অক্টোবর ২০২১ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

কত টাকায় ইংল্যান্ডের ক্লাব ‘নিউক্যাসল ইউনাইটেড’ কিনে নিল সৌদি সংস্থা?

Paris
অক্টোবর ৮, ২০২১ ১০:১৪ পূর্বাহ্ণ

বিপুল অর্থে মাইক অ্যাশলির থেকে ইংল্যান্ডের ক্লাব নিউক্যাসল ইউনাইটেডের মালিকানা নিয়ে নিল সৌদি আরবের এক সংস্থা। এই ক্লাব কিনতে সৌদি ওই সংস্থার খরচ হল তিনশ’ মিলিয়ন পাউন্ড, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় তিন হাজার ৪৯৬ কোটি ৬০ লাখ টাকা।

সৌদি আরবের যুবরাজ মুহাম্মদ বিন সালমান এই সংস্থার সঙ্গে যুক্ত। তবে প্রিমিয়ার লিগের পক্ষ থেকে বলা হয়েছে সৌদি আরবের রাজ পরিবার এই ব্যাপারে মাথা গলাবে না।

প্রিমিয়ার লিগের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, “প্রিমিয়ার লিগের ক্লাব নিউক্যাসল ইউনাইটেড বিক্রি হল সৌদি আরবের কনসোর্টিয়াম ‘পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড’ এর কাছে।”

দীর্ঘদিন ধরে সাফল্য পায়নি নিউক্যাসল। এ নিয়ে সমর্থকদের ক্ষোভও ছিল। এবার সুদিন ফেরার আশায় সমর্থকরা।

এ মৌসুমেও ভাল জায়গায় নেই ইংল্যান্ডের এই ক্লাব। অবনমনের আওতায় রয়েছে নিউক্যাসল। সৌদি আরবের সংস্থার পক্ষ থেকে জানান হয়েছে, “এই চুক্তি দীর্ঘ মেয়াদি। ক্লাবের ঐতিহ্যের কথা মাথায় রেখে ও সমর্থকদের কথা ভেবে এই চুক্তি করেছি আমরা।”

 

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন

সর্বশেষ - খেলা