সোমবার , ৪ অক্টোবর ২০২১ | ১লা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

বাঘায় ছিনতাইয়ের ঘটনায় দুই যুবককে গণপিটুনি

Paris
অক্টোবর ৪, ২০২১ ৪:৪১ অপরাহ্ণ

বাঘা প্রতিনিধি
রাজশাহীর বাঘায় ছিনতাইয়ের ঘটনায় দুই যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে। এই ঘটনায় তাদের নামে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

জানা যায়, উপজেলার চাকিপাড়া রাস্তা দিয়ে মোটরসাইকেলে যাচ্ছিল আব্দুর রহমান ও পান্না হোসেন। একই রাস্তা দিয়ে হেটে যাচ্ছিল সোহান হোসেন ও তার দুই বন্ধু। উভয়ে চাকিপাড়ার নূরল ইসলামের বাড়ির কাছে পৌছে। এ সময় সোহানের হাত থেকে থাকা স্মাট মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে চম্পট দেয় আব্দুর রহমান ও পান্না। তারপর ওই সোহানের অপর বন্ধুর ফোন নিয়ে বারখাদিয়া বাজারে লোকদের বিষয়টি জানান। তারা আরিফপুর রাস্তায় আব্দুর রহমান ও পান্নাকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে দেয়া হয়।

পরে পুলিশ তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসার ব্যবস্থা করেন। ঘটনাটি ঘটেছে রোববার রাত সাড়ে ৯টায়। তাদের বাড়ি উপজেলার চরাঞ্চলের পলাশি ফতেপুর গ্রামে। দুই যুবকের একজন আব্দুর রহমান ও পান্না উপজেলার পদ্মার মধ্যে পলাশি ফতেপুর চরে।

বাঘা থানার ওসি সাজ্জাদ হোসেন বলেন, তাদের দুজনকে আদালতে সোপর্দ করা হয়েছে। ছিনতাই হওয়া মোবাইল ফোনটি উদ্ধার করা হয়েছে।

সর্বশেষ - রাজশাহীর খবর