শনিবার , ২ অক্টোবর ২০২১ | ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

সীমান্তে সুইসাইড স্কোয়াড নামাচ্ছে তালেবান

Paris
অক্টোবর ২, ২০২১ ৯:৩০ অপরাহ্ণ

সিল্কসিটি নিউজ ডেস্ক:

আফগান সীমান্তে সুইসাইড স্কোয়াড মোতায়েন করতে যাচ্ছে তালেবান। এরই মধ্যে ওই সুইসাইড স্কোয়াড গঠন করা হয়েছে বলে আফগানিস্তানের স্থানীয় একটি সংবাদ সংস্থা শনিবার এক প্রতিবেদনে জানিয়েছে।

বাদাখশান প্রদেশে ডেপুটি গভর্নর মোল্লা নিসার আহমেদ আহমেদি গণমাধ্যমকে সুইসাইড স্কোয়াড গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন।

তাজিকিস্তান ও চীনের সীমান্তবর্তী বাদাখশান প্রদেশে এই সুইসাইড স্কোয়াড মোতায়েন করা হবে জানা গেছে।

মোল্লা নিসার জানান, ওই সুইসাইড স্কোয়াডের নাম দেওয়া হয়েছে লস্কর-ই-মনসুরী। সাবেক আফগান সরকারের নিরাপত্তা রক্ষীদের ওপর তালেবানের যে দলটি আত্মঘাতী হামলা চালাত মূলত সেই দলটিকেই নতুন নাম দিয়ে সীমান্তে মোতায়েত করা হবে বলে জানিয়েছেন তিনি।

তিনি আরও জানান,  এই আত্মঘাতী দলটি না থাকলে মার্কিনিদের প্রতিহত করা সম্ভব হতো না।  এই সাহসী মানুষগুলো শরীরে বিস্ফোরণ বেঁধে আফগানিস্তানের মার্কিন ঘাঁটিগুলোতে আত্মঘাতী হামলা চালাতেন।  আক্ষরিক অর্থেই এই মানুষগুলোর কোনো ভয় নেই। তারা আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেদের উৎসর্গ করছেন।

এর আগে ‘বদর ৩১৩ ব্যাটালিয়ন’ নামে আধুনিক সমরাস্ত্র আর বেশভূষার সজ্জিত কমান্ডো বাহিনীও গঠন করেছে তালেবান। কাবুল বিমানবন্দরে তালেবানের এই আধুনিক কমান্ডো বাহিনীকে মোতায়েন করা হয়েছে। এই  ‘বদর ৩১৩ ব্যাটালিয়ন’ এর সব সদস্যও আত্মঘাতী হামলাকারী হিসেবেই কাজ করছেন বলে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।

সূত্র:যুগান্তর

সর্বশেষ - আন্তর্জাতিক