মঙ্গলবার , ২৮ সেপ্টেম্বর ২০২১ | ১৬ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

বিশ্বে সংক্রমণ কমলেও বেড়েছে মৃত্যু

Paris
সেপ্টেম্বর ২৮, ২০২১ ১২:০৩ অপরাহ্ণ

বিশ্বজুড়ে করোনাভাইরাসের সংক্রমণ কমলেও বেড়েছে মৃত্যু। গত ২৪ ঘণ্টায় সারাবিশ্বে নতুন করে আক্রান্ত হয়েছেন তিন লাখ ৭১ হাজার ৫৩১ জন। একই সময়ে এ ভাইরাসে মারা গেছেন পাঁচ হাজার ৩৫০ জন। আর সুস্থ হয়েছেন চার লাখ ৩৬ হাজার ৭১ জন। এর আগের দিন চার হাজার ৯০১ জনের মৃত্যু হয়। একই সময়ে আক্রান্ত হয় তিন লাখ ২২ হাজারের বেশি মানুষ।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৯টায় পরিসংখ্যানভিত্তিক আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য জানা গেছে।

সর্বশেষ তথ্যানুযায়ী, বিশ্বে করোনায় এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৪৭ লাখ ৬৯ হাজার ৩২৭ জনের। আর মোট আক্রান্ত হয়েছেন ২৩ কোটি ৩০ লাখ ৭২ হাজার ৫২৫ জন। এর মধ্যে করোনা থেকে সেরে উঠেছেন ২০ কোটি ৯৭ লাখ ৮৬ হাজার ৬৫ জন।

এখন পর্যন্ত করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন চার কোটি ৩৯ লাখ ৪২ হাজার ৩৩৫ জন। এর মধ্যে মারা গেছেন সাত লাখ নয় হাজার ১১৯ জন। দেশটিতে সুস্থ হয়েছেন তিন কোটি ৩৩ লাখ ৯৪ হাজার ৮৩৩ জন।

তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে তিন কোটি ৩৬ লাখ ৯৩ হাজার ১৪৮ জনের। এর মধ্যে মারা গেছেন চার লাখ ৪৭ হাজার ৪০৬ জন। সুস্থ হয়েছেন তিন কোটি ২৯ লাখ ৪৮ হাজার ৬৫৭ জন।

তালিকার তৃতীয় অবস্থানে থাকা ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিলে সংক্রমিতের সংখ্যা দুই কোটি ১৩ লাখ ৬৬ হাজার ৩৯৫ জন। এর মধ্যে পাঁচ লাখ ৯৪ হাজার ৭০২ জন মারা গেছেন। আর সেরে উঠেছেন দুই কোটি তিন লাখ ৬১ হাজার ১৯১ জন।

তালিকায় এরপরের স্থানগুলোতে রয়েছে যথাক্রমে যুক্তরাজ্য, রাশিয়া, তুরস্ক, ফ্রান্স, ইরান, আর্জেন্টিনা, কলম্বিয়া, স্পেন ও ইতালি।

তালিকায় বাংলাদেশের অবস্থান এখন ২৯ নম্বরে। দেশে এখন পর্যন্ত মোট করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৫২ হাজার ৫৬৩ জন। তাদের মধ্যে মারা গেছেন ২৭ হাজার ৪৩৯ জন। আর ১৫ লাখ ১২ হাজার ৬৮১ জন সুস্থ হয়েছেন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। এ ভাইরাসে দেশটিতে প্রথম মৃত্যু হয় ২০২০ সালের ৯ জানুয়ারি। এরপর ওই বছরের ১৩ জানুয়ারি চীনের বাইরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় থাইল্যান্ডে।

সংক্রমণ চীন থেকে ছড়িয়ে পড়ার পর সবচেয়ে বেশি আক্রান্ত হয় ইউরোপের কিছু দেশ ও যুক্তরাষ্ট্র। তবে দেশগুলোতে চলতি বছরের শুরুর দিকে করোনা নিয়ন্ত্রণে আসা শুরু হয়। এর বিপরীতে পরিস্থিতি খারাপ হতে থাকে ভারতসহ এশিয়ার কিছু দেশে। তবে ভারত থেকে ছড়িয়ে পড়া ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বেশ কয়েকটি দেশের করোনো পরিস্থিতি ফের খারাপ হয়।

এরই মধ্যে অব্যাহতভাবে টিকাদান চালিয়ে যাচ্ছে বিশ্বের প্রায় সবগুলো দেশ। কোনো কোনো দেশ টিকার বুস্টার ডোজ ও শিশুদেরও টিকাদান শুরু করেছে।

 

সূত্রঃ জাগো নিউজ

সর্বশেষ - আন্তর্জাতিক