মঙ্গলবার , ২৮ সেপ্টেম্বর ২০২১ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

প্রতিপক্ষ ম্যানসিটি, মেসিকে পেতে আশাবাদী পিএসজি কোচ

Paris
সেপ্টেম্বর ২৮, ২০২১ ১১:৩৩ পূর্বাহ্ণ

 

চোট কাটিয়ে পিএসজির অনুশীলনে ফিরেলেও ম্যানচেস্টার সিটির বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে লিওনেল মেসিকে পাওয়া নিয়ে কিছুটা অনিশ্চয়তা রয়ে গেছে। যদিও সিটির বিপক্ষে মেসিকে পাবেন বলে আশাবাদী পিএসজি কোচ মরিসিও পচেত্তিনো।

এক সপ্তাহ পর রবিবার অনুশীলনে ফেরেন মেসি। সিটির বিপক্ষে ম্যাচের আগে পচেত্তিনো বললেন, ‘আমরা শুরুর একাদশ মঙ্গলবার নিশ্চিত করব। আমি মনে করি, আগামীকাল সে (মেসি) দলে থাকবে।’

প্রসঙ্গত, গত সপ্তাহে লিগ ওয়ানে লিঁওর বিপক্ষে ম্যাচে বাঁ হাঁটুতে মেসিকে কিছুটা অস্বস্তিতে ভুগতে দেখা যায়। পিএসজিতে পাড়ি দেওয়ার পর ক্লাবটির ঘরের মাঠ পার্ক দেস প্রিন্সেসে সেদিনই প্রথম খেলতে নেমেছিলেন মেসি।

২-১ গোলে জেতা ম্যাচটায় মেসি একপর্যায়ে তুলে নিয়েছিলেন কোচ পচেত্তিনো। পরে এক বিবৃতিতে মেসির চোটের কথা জানিয়েছিল ক্লাবটি।

মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১টায় মাঠে গড়াবে পিএসজি ও সিটি ম্যাচটি।

 

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন

সর্বশেষ - খেলা