মঙ্গলবার , ২১ সেপ্টেম্বর ২০২১ | ১৬ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

চার সন্তান বিক্রির অভিযোগে নারী গ্রেফতার

Paris
সেপ্টেম্বর ২১, ২০২১ ৬:০৯ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

নিজের চার সন্তানকে বিক্রির অভিযোগে এক নারীকে আটক করেছে তিউনিয়ার কর্তৃপক্ষ। ওই নারী বিবাহিত সম্পর্কের বাইরে থেকে এসব সন্তান বিক্রি করে দিয়েছিলো বলে অভিযোগ উঠেছে।

তিউনিসিয়ার মোনাসটির ও মাহদিয়া প্রদেশের বিচার বিভাগের মুখপাত্র ফরিদ বিন জেহা জানান, দত্তক নিতে আগ্রহী পরিবারের কাছে বিক্রির উদ্দেশে ওই নারী নির্বিচারে সন্তান জন্ম দিচ্ছেন, এমন ঘটনা সামনে আসার পর তাকে গ্রেফতার করা হয়।

ফরিদ বিন জেহা বলেন, ‘ওই নারী বিবাহিত সম্পর্কের বাইরে থেকে সন্তান জন্ম দেন, পরে কোনও কোনও সন্তানের বাবাকে বিয়ে করেন। আর তাদের মধ্যে কোনও বিরোধ হলে তিনি অভিযোগ তোলেন পুরুষটি সন্তান বিক্রি করে দিয়েছে।’

ওই কর্মকর্তা জানান, ওই নারী দুই সন্তানকে দত্তক দিয়েছেন আর অপর দুই সন্তানকে দুইটি আলাদা পরিবারের কাছে অর্থের বিনিময়ে দিয়ে দেন। যা মানব পাচারের আওতায় পড়ে।

ওই কর্মকর্তা জানান, নথি জাল করে ওই নারীর কাছ থেকে এক নবজাতককে অর্থের বিনিময়ে দত্তক নেয় এক দম্পত্তি। তাদেরকেও গ্রেফতার করে মানবপাচারে অভিযুক্ত করা হয়েছে। এই অপরাধে তাদের ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

সূত্র: বাংলা ট্রিবিউন

সর্বশেষ - আন্তর্জাতিক