বুধবার , ১৫ সেপ্টেম্বর ২০২১ | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

সোমালিয়ায় আত্মঘাতী হামলায় নিহত ১১

Paris
সেপ্টেম্বর ১৫, ২০২১ ১১:৫০ পূর্বাহ্ণ

সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে আত্মঘাতী হামলায় কমপক্ষে ১১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বেশ কয়েকজন সেনা সদস্য রয়েছে।

মঙ্গলবার মোগাদিসুর ব্যস্ত চায়ের দোকানের কাছে প্রধান সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায় আত্মঘাতী।

এ ঘটনায় আল কায়েদা সংশ্লিষ্ট আল শাবাব গোষ্ঠী হামলার দায় স্বীকার করেছে।

এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, এ ঘটনায় এখনও তদন্ত চলছে। পরিস্থিতি খতিয়ে দেখা গেছে এক আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটিয়েছে।

তিনি জানান, হামলার ঘটনায় কমপক্ষে ছয় নিরাপত্তা সদস্য এবং বেশ কয়েজন বেসামরিক নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ১১ জন।

এ ঘটনার নিন্দা জানিয়েছেন সোমালিয়ার প্রধানমন্ত্রী মোহামেদ হুসেইন রোবল। একে নির্বিচারে হামলার ঘটনা বলে উল্লেখ করেছেন সোমালিয়ার প্রধানমন্ত্রী।

 

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন

সর্বশেষ - আন্তর্জাতিক