দেড় বছর পর স্কুল খোলায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের আনন্দ উল্লাস

লালপুর (নাটোর) প্রতিনিধি:

প্রায় দেড় বছর পর দেশের সকল স্কুল-কলেজ-মাদরাসার সাথে লালপুরের ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে পাঠদান শুরু হয়েছে।

বন্ধের এই সময়ে দীর্ঘদিন ধরে স্কুলে যাওয়ার জন্য আগ্রহভরে অপেক্ষায় ছিল প্রতিবন্ধী শিক্ষার্থীরা। আজ তাদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হওয়ায় আনন্দ উল্লাস করছে তারা।

দেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের সাথে ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় স্বাস্থ্যবিধি মেনে (১২সেপ্টেম্বর) থেকেই ক্লাস পাঠদান শুরু করেছে । ফলে উৎসবের আমেজ বিরাজ করছে প্রতিবন্ধী শিক্ষার্থীদের।

সরকারের নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যবিধি মেনে সকলের তাপমাত্রা পরীক্ষা, হাতধোয়া, মাস্ক পড়া এবং হ্যান্ড স্যানিটাইজার নিচ্শিত করা হয়। এবং শিক্ষার্থীদের ফুল দিয়ে ও মিষ্টি খেয়ে বরন করেন বিদ্যালয় কমিটির সদস্য ও প্রধান শিক্ষক।

স/আর