বুধবার , ১৮ আগস্ট ২০২১ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

টানা দ্বিতীয়বারের মত জার্মান সুপার কাপ জিতল বায়ার্ন

Paris
আগস্ট ১৮, ২০২১ ১১:০৬ পূর্বাহ্ণ

বরুশিয়া ডর্টমুন্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মত জার্মান সুপার কাপ জিতল বায়ার্ন মিউনিখ। এ নিয়ে টুর্নামেন্ট ইতিহাসে নবম বারের মত এই ট্রফি জিতল বাভারিয়ানরা।

মঙ্গলবার দিবাগত রাতে স্বাগতিক বরুশিয়াকে ৩ -১ গোলে হারিয়েছে বায়ার্ন। দলের হয়ে জোড়া গোল করেছেন রবার্ট লেভানদোস্কি। বায়ার্নের অপর গোলটি করেছেন থমাস মুলার। বরুশিয়ার হয়ে একমাত্র গোলটি করেন মার্কো রয়েস।

ম্যাচ শুরুর আগে সদ্য প্রয়াত কিংবদন্তি ফুটবলার গার্ড মুলারকে স্মরণ করা হয়। ম্যাচের ৪১তম মিনিটে গোল করে বায়ার্নকে এগিয়ে নেন লেভানদোস্কি। দ্বিতীয়ার্ধে নেমেই ব্যবধান দ্বিগুণ করেন টমাস মুলার।

ম্যাচের ৬৪তম মিনিটে ব্যবধান কমান বরুশিয়ার মার্কো রয়েস। ডি বক্সের বাইরে থেকে ডান পায়ের বাঁকানো শটে গোল করেন তিনি। ৭৪তম মিনিটে গোল করে বরুশিয়াকে ম্যাচ থেকে ছিটকে দেন লেভানদোস্কি। ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল না হওয়ায় ৩-১ গোলে জিতে সুপার কাপ জয়ের আনন্দে মাতে বায়ার্ন।

 

সূত্রঃ কালের কণ্ঠ

সর্বশেষ - খেলা