মঙ্গলবার , ৩ আগস্ট ২০২১ | ১৬ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

কাশ্মীরে ভারতীয় সশস্ত্রবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত

Paris
আগস্ট ৩, ২০২১ ৯:৫৬ অপরাহ্ণ

কাশ্মীরে ভারতীয় সশস্ত্রবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের রঞ্জিত সাগর ড্যামে এ ঘটনা ঘটেছে। এতে দুই পাইলট নিখোঁজ হয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়া ও হিন্দুস্তান টাইমসের।

খবরে বলা হয়, দুই পাইলটকে নিয়ে ভারতীয় সেনার হেলিকপ্টার ভেঙে পড়ে। এ ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

কাঠুয়ার এসএসপি রমেশ কোতোয়াল বলেন, সকাল ১০টা ৪৩ মিনিট নাগাদ হেলিকপ্টারটি ড্যামের ওপর ভেঙে পড়ে। প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি সেনাবাহিনীর হেলিকপ্টার। আমরা জলযানগুলির ওপর জোর দিচ্ছি। কিন্তু কোনও সূত্র পাওয়া যাচ্ছে না।’

স্থানীয় সূত্রে খবর, এটি আদতে হালকা ধরনের একটি হেলিকপ্টার। নাম দেওয়া হয়েছে ধ্রুব। বাশলি এলাকা দিয়ে যাওয়ার সময় এটি ভেঙে পড়ে। রুটিন মেনে এটি এদিন মামুন ক্যানটনমেন্ট এলাকায় থেকে উড়েছিল।

স্থানীয়দের দাবি,  হেলিকপ্টারগুলি সাধারণত একটি পাইপকে ড্যামের ওপর ঝুলিয়ে দেয়। এদিনও তেমনটাই করছিল। আর তখনই আচমকা ভেঙে পড়ল হেলিকপ্টারটি।

সন্ধ্যায়  চিনুক বলে অপর একটি হেলিকপ্টারকেও উদ্ধারকাজে লাগানো হয়েছে।

এসএসপি জানিয়েছেন,  ‘ডুবুরিদেরও জলে নামানো হয়েছে। তবে উদ্ধারকাজে কিছুটা সময় লাগবে। তবে লেক থেকে কিছু ভাসমান অবশিষ্ট অংশ পাওয়া গিয়েছে। পুরো ধ্বংসাবশেষ উদ্ধারে সময় লাগবে। দুটি হেলমেটও পাওয়া গিয়েছে। সম্ভবত দুজন পাইলটের মাথা এটি ছিল।

এসএসপি জানান, ‘লেকটি প্রায় ২০০-২৫০ ফুট গভীর। সেনার স্পেশাল ফোর্স, ডুবুরিদের নামানো হয়েছে। কিন্তু জল একেবারেই স্বচ্ছ নয়।’
সেনার অ্যাম্বুল্যান্স, দুটি হেলিকপ্টার, সেনা কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন।

এদিকে পাঞ্জাবের পাঠানকোটের এসপি ফোনে জানিয়েছেন, ‘আমাদের টিমও ঘটনাস্থলে গিয়েছে।’ প্রসঙ্গত পাঠানকোট থেকে এটি প্রায় ৩০ কিলোমিটার দূরে রয়েছে।

 

সূত্রঃ যুগান্তর

সর্বশেষ - আন্তর্জাতিক