শুক্রবার , ২ জুলাই ২০২১ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

বেড়াতে গিয়ে ৩ ছেলেমেয়েকে আইসক্রিমের সঙ্গে ইঁদুরের বিষ খাওয়ালেন বাবা!

Paris
জুলাই ২, ২০২১ ১০:২৬ পূর্বাহ্ণ

স্ত্রীর সঙ্গে ঝগড়া করে নিজের তিন সন্তানকে ইঁদুরের বিষ খাইয়ে হত্যা করার চেষ্টা করলেন এক বাবা।

২৫ জুন ভারতের মুম্বাইয়ের মনখুর্দ এলাকায় এ ঘটনা ঘটেছে।

তিন সন্তানের মধ্যে গত বুধবার ৬ বছরের একজের মৃত্যু হয়েছে। বাকি দুই সন্তানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশের বরাতে আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, তিন ছেলেমেয়েকে নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন আলি নওশাদ আনসারি। এরপর আইসক্রিমের মধ্যে ইঁদুরের বিষ মিশিয়ে দিয়েছিলেন সন্তানদের।

অভিযুক্ত স্ত্রী নাজিয়া বেগমের অভিযোগের ভিত্তিতেই নওশাদের বিরুদ্ধে হত্যা ও হত্যাচেষ্টার মামলা করা হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক রয়েছে।

পুলিশকে নাজিয়া জানিয়েছেন, টাকাপয়সা নিয়ে স্বামীর সঙ্গে তার বিবাদ লেগেই থাকত। গত ২৫ জুনও ঝামেলা হয় তাদের মধ্যে। যার জেরেই বোনের বাড়িতে গিয়ে উঠেছিলেন। আর তার পরই তিন ছেলেমেয়েকে নিয়ে ঘুরতে গিয়ে ওই কাণ্ড ঘটায় তার স্বামী।

পরে বাচ্চাদের পেটে ব্যথা শুরু হলে তাদের হাসপাতালে ভর্তি করেন তিনি। প্রথমে অবশ্য চিকিৎসকদের কিছুই জানাননি তিনি। পরে এক সন্তানের মৃত্যুর পর চিকিৎসকদের নাজিয়া জানান, সন্তানদের বিষ খাইয়ে মারার চেষ্টা করেছেন তাদের বাবা।

সূত্রঃ যুগান্তর

সর্বশেষ - আন্তর্জাতিক