বৃহস্পতিবার , ১ জুলাই ২০২১ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

ভারতের করোনায় মৃত্যু ও সংক্রমণ দুটোই বেড়েছে

Paris
জুলাই ১, ২০২১ ৩:২০ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ভারতে ফের বেড়েছে মহামারী করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায়  নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৮ হাজার ৭৮৬ জন। বুধবার এই আক্রান্তের সংখ্যা ছিল ৪৫ হাজার ৯৫১ জন। অর্থাৎ বুধবারের তুলনায় বৃহস্পতিবার আক্রান্ত বেড়েছে প্রায় ৬ শতাংশ। এ নিয়ে ভারতে মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪ লাখ ১১ হাজার ৬৩৪ জন।

গত ২৪ ঘণ্টায় ভারতে মৃত্যু হয়েছে ১ হাজার ৫ জন কোভিড রোগীর। ৩ দিন পর ফের ১ হাজার ছাড়াল দৈনিক মৃত্যু। বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, উত্তরাখণ্ডে দৈনিক মৃত্যু হয়েছে ২২১ জনের। এর জেরেই দেশটিতে দৈনিক মৃত্যু হাজার ছাড়াল। করোনাভাইরাসে ভারতে প্রাণ গেছে মোট ৩ লাখ ৯৯ হাজার ৪৫৯ জনের।

গত ২৪ ঘণ্টায় ভারতে দৈনিক সংক্রমণের হার ২.৫৪ শতাংশ। গত ১০ দিন ধরেই এই হার ৩ শতাংশের নিচে রয়েছে। সঙ্গে সক্রিয় রোগী সংখ্যা কমার ধারাবাহিকতাও অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় সাড়ে ১৩ হাজারেরও বেশি সক্রিয় রোগী কমেছে। ভারতে বর্তমানে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৫ লাখ ২৩ হাজার ২৫৭ জন।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত