সোমবার , ২৮ জুন ২০২১ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

লালপুরে আরো ১৬ জন করোনা পজিটিভ, শনাক্তের হার ৩৫.৫৫

Paris
জুন ২৮, ২০২১ ৮:২৬ অপরাহ্ণ

লালপুর প্রতিনিধি

নাটোরের লালপুর উপজেলায় করোনা সংক্রমণ বেড়েই চলেছে। সোমবার লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪৫ জনের নমুনা পরীক্ষায় ১৬ জনের শরীরে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৫.৫৫ শতাংশ।
হাসপাতাল সূত্রে জানা যায়,  সোমবার (২৮জুন-২০২১) লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪৫ জনের নমুনা পরীক্ষায় (র‍্যাপিড এন্টিজেন টেস্টে) ১৬ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। বাকি ২৯ জনের নমুনা পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরীক্ষাগারে পাঠানো হয়েছে। গত শনিবার ৩৬ জনের নমুনা পরীক্ষায় ১২ জনের করোনা পজেটিভ আসে।
লালপুর উপজেলায় গত ২৪ এপ্রিল ২০২০ থেকে ২৮ জুন ২০২১ সোমবার পর্যন্ত ৩ হাজার ৪শ জন নমুনা প্রদান করেছেন। এর মধ্যে ২শ ৯৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ২ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ১শ ৮৪ জন। বাকি ১শ ১১জন বিভিন্ন মেয়াদে হোম কোয়ারেন্টেনে রয়েছেন।
লালপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ কে এম শাহাব উদ্দীন এই তথ্য নিশ্চিত করে জানান, উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের মাধ্যমে হোম কোয়ারেন্টেনে থাকা করোনা পজেটিভ রোগীদের নিয়মিত তদারকি করা হচ্ছে।
লালপুর থানার অফিসার ইনচার্জ ওসি মো: ফজলুর রহমান জানান, স্বাস্থ্য বিধি নিশ্চিত করতে জনসাধারণ কে উদ্বুদ্ধকরণে প্রচার অভিযান, চেক পোষ্ট ও টহল অব্যাহত আছে।
লালপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি) শাম্মী আক্তার জানান, করোনা সংক্রামণ রোধে প্রতিটি এলাকায় জনসচেতনতা বৃদ্ধিতে মাইকিং করা হচ্ছে। সরকারী বিধি নিষেধ প্রতিপালনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ - রাজশাহীর খবর