রবিবার , ২৫ এপ্রিল ২০২১ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের ফ্রি টেলিমেডিসিন সেবা চালু

Paris
এপ্রিল ২৫, ২০২১ ৯:৫৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

করোনা পরিস্থিতিতে ঘরের বাইরে যেতে মানা। তাই ঘরে বসেই রোগীদের চিকিৎসা পরামর্শ দেওয়ার কাজ করছে চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের টেলিমেডিসিন টিম।

মহামারীর প্রথম ঢেউ বাংলাদেশে আসার পর বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের দিক নির্দেশনায় গত বছরের ২৪ মার্চ টেলিমেডিসিন সেবা চালু করে চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগ। এই টেলিমেডিসিন স্বাস্থ্যসেবা কার্যক্রমের মাধ্যমে জেলার অনেক মানুষ হাসপাতালে অযথা ভিড় না করে অনেক রোগী টেলিমেডিসিনের মাধ্যমে সেবা নিয়ে উপকৃত হয়েছেন।

কোভিড -১৯ এর সেকেন্ড ওয়েব মোকাবেলায় চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগ ২৫ এপ্রিল জরুরী প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আবারও দিন-রাত ২৪ ঘন্টা টেলিমেডিসিন সেবা চালু করেছে।

জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও টেলিমেডিসিন টিমের উপদেষ্টা নাহিদ শিকদার জানান, ” চাঁপাইনবাবগঞ্জের মানুষ যেন নিরাপদে বাড়িতে থেকে করোনাকালীন সময়ে ফ্রি তে চিকিৎসা সেবা ও পরামর্শ নিতে পারে সেজন্য জেলা ছাত্রলীগ এই উদ্যোগ গ্রহণ করেছে।”

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও টেলিমেডিসিন টিমের প্রধান সমন্বয়ক ডা. সাইফ জামান আনন্দ জানান, “করোনা মহামারী মোকাবেলায় গত বছরের মত এবারও জেলা ছাত্রলীগের কমিটিতে থাকা চিকিৎসক ও মেডিকেল কলেজের শিক্ষার্থীদের নিয়ে টেলিমেডিসিন টিম গঠণ করা হয়েছে যেই টিম ২৪ ঘন্টা জেলার মানুষদেরকে মোবাইলে চিকিৎসা সেবা ও করোনা মোকাবেলায় পরামর্শ প্রদান করবে।”

স/রি

সর্বশেষ - রাজশাহীর খবর