রবিবার , ১৪ ফেব্রুয়ারি ২০২১ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

রাবিতে প্রেম বঞ্চিত সংঘের প্রতিবাদী মিছিল

Paris
ফেব্রুয়ারি ১৪, ২০২১ ১:০২ অপরাহ্ণ

রাবি প্রতিবেদক     বিশ্ব ভালোবাসা দিবসে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রেমবঞ্চিত সংঘের নেতা-কর্মীরা প্রতিবাদী মিছিল ও সমাবেশ করেছে। আজ রোববার (১৪ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পেছনের আমতলা থেকে মিছিলটি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় আমতলায় এক সমাবেশে মিলিত হয়।

প্রতিবাদী মিছিলে সংগঠনের নেতা-কর্মীরা ‘তুমি কে আমি কে- বঞ্চিত, কেউ পাবে তো কেউ পাবে না তা হবে না হবে না। দেহ দিয়ে প্রেম নয় মন দিয়ে প্রেম হয়, প্রেমের নামে প্রহসন চলবে না চলবে না’ এমন সব স্লোগান দেয়।

বাংলাদেশ প্রেমবঞ্চিত সংঘের কেন্দ্রীয় কমিটির সভাপতি তামির হোসনি ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আহমেদ জনির নেতৃত্বে এ সময় শতাধিক শিক্ষার্থী মিছিলে অংশ নেন। এছাড়াও মিছিলের আগে কর্মীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়। সংগঠনটি বিশ্ববিদ্যালয় এলাকার সুবিধাবঞ্চিত মানুষদের জন্য দুপুরে খাওয়ার আয়োজন করেছে।

সর্বশেষ - রাজশাহীর খবর