মঙ্গলবার , ৯ ফেব্রুয়ারি ২০২১ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

চলে গেলেন বলিউড অভিনেতা রাজীব কাপুর

Paris
ফেব্রুয়ারি ৯, ২০২১ ৬:২২ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক: হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন বলিউড অভিনেতা রাজীব কাপুর। মঙ্গলবার সকালে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর।

গত বছর ঋতু নন্দা ও ঋষি কাপুরের মৃত্যুর ধাক্কা কাটিয়ে ওঠার আগেই আজ চলে গেলেন রাজ কাপুরের ছোট ছেলে রাজীব কাপুর। পরিবারের ঐতিহ্য ধরে রেখে বলিউডে শক্ত অবস্থান তৈরি করেছিলেন রাজীব কাপুর। কালজয়ী ছবি ‘রাম তেরি গঙ্গা মৈলি’তে অভিনয়ের জন্য বহুদিন দর্শক তাঁকে মনে রাখবেন।

রাজীব কাপুরের ভাই রণধীর কাপুরের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানায়, হৃদরোগে আক্রান্ত হলে সকালেই রাজীবকে দ্রুত মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা  রাজীবকে বাঁচানো সম্ভব হয়নি। এক বছরের মাথায় আমি দুই ভাইকে হারালাম।

১৯৮৩ সালে ‘এক জান হ্যায় হাম’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক হয় রাজ কাপুরের ছেলে রাজীব কাপুরের। ‘লাভার বয়’, ‘রাম তেরি গঙ্গা মৈলি’ ছাড়াও ‘আসমান’, ‘জবরদস্ত’, ‘হাম তো চলে পরদেশ’-এর মতো ছবিতে অভিনয় করেছেন রাজীব কাপুর। সর্বশেষ ১৯৯০ সালে তিনি ‘জমিনদার’ ছবিতে অভিনয় করেছেন। গত তিন দশক বলিউডে অভিনয় না করলেও ‘প্রেমগ্রন্থ’ নামের একটি ছবি পরিচালনা করেছিলেন তিনি। এ ছাড়া ঋষি কাপুর পরিচালিত ‘আ আব লট চলে’ ছবির প্রযোজক ও সম্পাদকের ভূমিকাতেও ছিলেন এ অভিনেতা।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

সর্বশেষ - বিনোদন