মঙ্গলবার , ৯ ফেব্রুয়ারি ২০২১ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

করোনায় আরও ৮ জনের মৃত্যু, শনাক্ত ৩৮৭

Paris
ফেব্রুয়ারি ৯, ২০২১ ৪:৫১ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক: মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৮ জন প্রাণ হারিয়েছেন। এই সময়ে প্রাণঘাতী ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন আরও ৩৮৭ জন।

মঙ্গলবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে দেশে করোনাভাইরাস পরিস্থিতির এই সর্বশেষ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ৩৮৭ জনকে নিয়ে দেশে করোনায় এ পর্যন্ত মোট ৫ লাখ ৩৮ হাজার ৭৬৫ জন আক্রান্ত হয়েছে।

আর এই সময়ে নতুন ৮ জনকে নিয়ে এ পর্যন্ত দেশে করোনায় মোট ৮ হাজার ২২৯ জন প্রাণ হারিয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, করোনা আক্রান্ত হয়ে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৬৪২ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে এ পর্যন্ত মোট ৪ লাখ ৮৪ হাজার ৫৭৩ জন করোনা রোগী সুস্থ হয়ে উঠেছেন।

দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।

গত বছরের ডিসেম্বরে চীনে করোনাভাইরাসের উপদ্রব শুরু হয়। এটি বর্তমানে বিশ্বের ২১৩ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। ১১ মার্চ করোনাকে বৈশ্বিক মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

সূত্র: যুগান্তর

সর্বশেষ - জাতীয়