রবিবার , ৩১ জানুয়ারি ২০২১ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

ফেনী পৌরসভায় ৯ কেন্দ্রে বিএনপির প্রার্থী কোনো ভোট পাননি

Paris
জানুয়ারি ৩১, ২০২১ ১:১০ পূর্বাহ্ণ

ফেনী পৌরসভার নির্বাচনে নয়টি কেন্দ্রে বিএনপি মনোনীত প্রার্থী আলাল উদ্দিন কোনো ভোট পাননি। ঘোষিত বেসরকারি ফলাফল বলছে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী নজরুল ইসলাম স্বপন মিয়াজী ৬৯৩০৯ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন।

 

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ধানের শীষের প্রার্থী আলাল উদ্দিন পেয়েছেন ১৯৪৯ ভোট।

 

শনিবার রাতে শহরের মিজান রোডে ফেনী জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ নাছির উদ্দিন পাটওয়ারী ফেনী পৌরসভা নির্বাচনের বেসরকারি ফলাফল ঘোষণ করেন।

 

ঘোষিত ফলাফলে দেখা যায় পৌরসভার ১৪ নং ওয়ার্ডের মধুপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী নজরুল ইসলাম স্বপন মিয়াজী পেয়েছেন ১০০১ ভোট, ধানের শীষের প্রার্থী আলাল উদ্দিন কোনো ভোট পাননি। মহিপাল সরকারি কলেজ কেন্দ্রে নৌকায় ভোট পড়েছে ১৬৫৭টি, ধানের শীষে কোনো ভোট পড়েনি।

 

একইভাবে ১৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ চাড়িপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা পেয়েছে  ১৭১৪ ভোট, তিন নম্বর ওয়ার্ডের সহদেবপুর খায়রুল এছহাক সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ২৮০১ ভোট, ফেনী বালিকা বিদ্যানিকেতন কেন্দ্রে ১৯৮০ ভোট, চার নম্বর ওয়ার্ড বিরিঞ্চি আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় (১) কেন্দ্রে ৯৬২ ভোট, বিরিঞ্চি আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় (২) কেন্দ্রে ১৩৬৩ ভোট, আট নম্বর ওয়ার্ডের বারাহিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ১০১২ ভোট, এবং এক নম্বর ওয়ার্ডের ফেনী পিটিআই প্রাইমারি স্কুল কেন্দ্রে নৌকা প্রতীকের প্রার্থী পেয়েছেন ৯৬২ ভোট।

 

ঘোষিত ফলাফল অনুযায়ী এই কেন্দ্রগুলোতেও ধানের শীষের প্রার্থী কোনো ভোট পাননি। সূত্র: ডেইলি স্টার

 

 

সর্বশেষ - জাতীয়