বুধবার , ২৭ জানুয়ারি ২০২১ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

মান্দায় জোরপূর্বক জমি দখল করে হত্যার হুমকি প্রদান, থানায় জিডি

নিউজ ডেস্ক
জানুয়ারি ২৭, ২০২১ ১০:১৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

নওগাঁর মান্দায় জোরপূর্বক ধানি জমি দখল ও হত্যার হুমকি প্রদান করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। বুধবার মান্দা উপজেলার তেতুঁলিয়া ইউনিয়নের জয়পুর গ্রামের মৃত আব্দুল করিম দেওয়ানের ছেলে মো. জানবক্স দেওয়ান (৬২) এ নিয়ে মান্দা থানায় জিডি করেছেন।

অভিযুক্ত ব্যক্তি হলেন, একই গ্রামের মৃত তমির উদ্দীনের ছেলে আলি মুনসুর (৫৫)।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের জয়পুর গ্রামের স্থায়ী বাসিন্দা জানবক্স দেওয়ানের সাড়ে ৪ শতক ধানীজমি গত ১৩ জানুয়ারি দুপুরে ক্যাডার বাহিনী নিয়ে অস্ত্র সজ্জিত হয়ে এসে দখল করে একই গ্রামের মৃত তমির উদ্দীনের ছেলে আলি মুনসুর। তারা জমিতে চাষাবাদে নামলে গুম করে দেওয়ার হুমকি দেন। একই সাথে এক মাসের মধ্যে বাড়ি ভিটা ছেড়ে যাবার আল্টিমেটাম দেন।

ভুক্তভোগী জানবক্স দেওয়ান জানান, গত ৪০ বছর ধরে খতিয়ানের সাড়ে ৪ শতক ধানী জমিতে চাষাবাদ করে আসছি। কিন্তু একই গ্রামের আলি মুনসুর জোরপূর্বক ধানী জমি দখল করে। সেই সাথে আমার সব জায়গা জমি তার নিজের বলে দাবি করছেন। বিষয়টি স্থানীয়ভাবে মিটমাট করার উদ্যোগ নিলেও আলি মুনসুর তাতে সাড়া দেননি।

এ বিষয়ে অভিযুক্ত আলি মুনসুরের সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমার কেনা সম্পত্তি আমি নিয়েছি। সেই জমির দলিল ও খারিজের কাগজও আমার কাছে আছে।

এ ব্যাপারে জানতে চাইলে মান্দা থানার ওসি শাহিনুর রহমান বলেন, জোরপূর্বক ধানীজমি দখল ও হত্যার হুমকির বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

 

সর্বশেষ - রাজশাহীর খবর