শনিবার , ১২ ডিসেম্বর ২০২০ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

বেড়েই চলেছে মৃতের সংখ্যা, বিশ্বে করোনায় প্রাণহানি ১৬ লাখ ছাড়াল

Paris
ডিসেম্বর ১২, ২০২০ ৯:৩৭ পূর্বাহ্ণ

প্রাণঘাতী করোনাভাইরাসের তাণ্ডব কোনওভাবেই থামছে না। বিশ্বজুড়ে বেড়েই চলেছে মৃত্যুর সংখ্যা। ইতোমধ্যে এই ভাইরাসে আক্রান্ত হয়েছে প্রাণহানি ১৬ লাখ ছাড়িয়ে গেছে।

সারাবিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ১২ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। নতুন করে সংক্রমণ শনাক্ত হয়েছে সাড়ে ৬ লাখের বেশি মানুষের শরীরে।

দিনের সর্বোচ্চ সংক্রমণ এবং মৃত্যু দেখেছে যুক্তরাষ্ট্র। দেশটিতে শুক্রবার মারা গেছেন আড়াই হাজারের বেশি মানুষ। নতুন রোগী শনাক্ত হয়েছে দুই লাখের ওপরে।

 

দ্বিতীয় সর্বোচ্চ সাড়ে ৭শ’ মানুষের মারা গেছেন ইতালিতে। মহামারী শুরুর পর রাশিয়ায় একদিনে সর্বোচ্চ ৬ শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। জার্মানিতেও রেকর্ড প্রায় ৬শ’ মানুষের প্রাণহানি হয়েছে এই ভাইরাসে।

ব্রাজিলে এদিন মারা গেছেন সাড়ে ৬শ’ জন। এছাড়া ২৪ ঘণ্টার ব্যবধানে ৫ শতাধিক করে মৃত্যু দেখেছে মেক্সিকো এবং পোল্যান্ড। এ নিয়ে বিশ্বে মোট শনাক্তকৃত রোগীর সংখ্যা ছাড়িয়েছে ৭ কোটি সাড়ে ১৩ লাখের বেশি।

 

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন

সর্বশেষ - আন্তর্জাতিক