শুক্রবার , ১৬ ডিসেম্বর ২০১৬ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

বার্সেলোনায় নতুন চুক্তিতে রাজি সুয়ারেস

Paris
ডিসেম্বর ১৬, ২০১৬ ৯:২৫ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

লিভারপুল ছেড়ে ন্যু ক্যাম্পে যোগ দেওয়ার পর থেকে বার্সেলোনার গুরুত্বপূর্ণ খেলোয়াড়ে পরিণত হয়েছেন উরুগুইয়ান স্ট্রাইকার। এবার তার সঙ্গে বন্ধনটা আরও দৃঢ় করতে যাচ্ছে কাতালান জায়ান্টরা। তার সঙ্গে নতুন চুক্তির আনুষ্ঠানিকতা শুক্রবার সম্পন্ন করবেন বার্সেলোনার প্রেসিডেন্ট হোসেপ মারিয়া বের্তামেউ ও বোর্ডের অন্য কর্মকর্তারা।

নতুন চুক্তি অনুযায়ী লুই সুয়ারেস কাতালান ক্লাবের সঙ্গে থাকবেন ২০২১ সাল পর্যন্ত। আরও এক বছর বাড়ানোর সুযোগ রাখা হয়েছে। তার রিলিজ ক্লস বেড়ে দাঁড়াবে ২০০ মিলিয়ন ইউরো। কিন্তু নতুন চুক্তিতে সই করার আগে একটু হতাশ সুয়ারেস। লিওনেল মেসির চুক্তিটাও হোক চান তিনি।

চুক্তি নিয়ে অ্যাডিডাসের এক ইভেন্টে সুয়ারেস বলেছেন, ‘আমি যেখানে থাকতে চেয়েছিলাম সেখানে থাকতে পেরে আমি খুব খুশি। ক্লাব আমার চুক্তি নবায়ন করবে মানে তারা আমার পারফরম্যান্সে খুশি। আমার এই নতুন চুক্তি লিওনেল মেসির কাছে কোনও বার্তা নয়- কোনটা তার জন্য ভালো সেটা জানার মতো যথেষ্ট জ্ঞাণবুদ্ধি আছে। আমার সুখ তখনই পূর্ণ হবে যখন মেসিও নতুন চুক্তি করবে।’

সূত্র: বাংলা ট্রিবিউন

সর্বশেষ - খেলা