মঙ্গলবার , ২৪ নভেম্বর ২০২০ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

প্রবাসীর স্ত্রীকে ডেকে নিয়ে স্বর্ণালঙ্কারসহ মোবাইল ছিনতাই

Paris
নভেম্বর ২৪, ২০২০ ৬:১৮ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রুমা আক্তার (৩৫) নামে এক প্রবাসীর স্ত্রীকে ডেকে নিয়ে গিয়ে তার কাছ থেকে স্বর্ণের হার, কানের দুল ও মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে গেছে ছিনতাইকারী চক্র।

মঙ্গলবার দুপুরে আখাউড়া পৌর শহরের সড়ক বাজারে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। ছিনতাইয়ের শিকার ওই নারী উপজেলার দক্ষিণ ইউনিয়নের কুড়িপাইকা গ্রামের সৌদি আরব প্রবাসী ইউসুফ মোল্লার স্ত্রী।

তিনি জানান, তিনি মার্কেটে কেনাকাটা শেষে মিষ্টি কেনার জন্য দোকানে যাচ্ছিলেন। এসময় পৌর শহরের পোস্ট অফিসের সামনে পৌঁছলে দুজন অপরিচিত লোক তাকে একটি গলিতে নিয়ে তার হাতে একটি ব্যাগ দিয়ে রাখতে বলে। এরপর তারা রুমার গলায় থাকা স্বর্ণের দেড় ভরি ওজনের হার, কানের দুল ও তার ব্যবহৃত মোবাইল ফোন নিয়ে কৌশলে পালিয়ে যায়।

পরে তিনি ছিনতাইকারী বলতে বলতে কান্নায় জ্ঞান হারিয়ে ফেলে। জ্ঞান ফিরলে বিস্তারিত বলে রুমা জানান, তাদের দেখলে তিনি চিনতে পারবেন।

আখাউড়া থানার ওসি রসুল আহম্মদ নিজামী জানান, এ বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে খোঁজ নিয়ে আইনানুগ ব্যবস্থা নিবেন।

 

সূত্রঃ যুগান্তর

সর্বশেষ - জাতীয়