শুক্রবার , ১৩ নভেম্বর ২০২০ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

মিসরে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৬ মার্কিনসহ ৮ সেনা নিহত

Paris
নভেম্বর ১৩, ২০২০ ১১:৪৬ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

 

মিসরের সিনাই উপত্যকায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে আট সেনা নিহত হয়েছেন। এদের মধ্যে ছয়জনই মার্কিন সেনা। আজ বৃহস্পতিবার এ হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনায় আরও নয়জন আহত হয়েছেন।

কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়, বহুজাতিকবাহিনী ও পর্যবেক্ষক (এমএফও) বলছে- নিহতদের মধ্যে মার্কিন সেনারা ছাড়াও একজন ফ্রান্স ও একজন চেক প্রজাতন্ত্রের সেনা রয়েছেন। তবে নিহতদের নাম প্রকাশ করা হয়নি। পাশাপাশি তাদের পরিবারের সদস্যদের এ তথ্য জানানো হয়নি।

ইসরাইলি একটি সূত্র বলছে, বিধ্বস্তের এ ঘটনা আপাতদৃষ্টিতে দুর্ঘটনা বলে মনে হচ্ছে। হেলিকপ্টারটি আক্রান্ত হয়েছে কিনা সে ব্যাপারে এখন পর্যন্ত কোনো ধরনের ইঙ্গিত পাওয়া যায়নি।

এমএফও তাদের বিবৃতিতে হেলিকপ্টার বিধ্বস্তের ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য দেয়নি। নিয়মিত মিশনের অংশ হিসেবে হেলিকপ্টারটি সেখানে কাজে নিয়োজিত ছিল বলে বিবৃতিতে জানানো হয়েছে।

এমএফও’র ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, সিনাইয়ে যুক্তরাষ্ট্র ও ১২টি দেশের এক হাজার ১৫৪ জন সেনা মোতায়েন রয়েছে। এদের মধ্যে ৪৫২ জন যুক্তরাষ্ট্রের সেনা।

 

সুত্র: আমাদেরসময়

সর্বশেষ - আন্তর্জাতিক