মঙ্গলবার , ৩ নভেম্বর ২০২০ | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

গোমস্তাপুরে বাল্যবিয়ের দায়ে বরসহ তিনজনের কারাদণ্ড

Paris
নভেম্বর ৩, ২০২০ ৬:১০ অপরাহ্ণ

গোমস্তাপুর প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর বাল্যবিয়েতে জড়িত থাকার অভিযোগে তিন জনকে বিভিন্ন  মেয়াদের সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।সোমবার রাতে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের গৌরীপুর গ্রামে এ সাজা প্রদান করেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান ।

তিনি  বাল্যবিয়েতে জড়িত থাকার অভিযোগে মেয়ের পিতা আবু তালহা  কে ছয়  মাস, বর আব্দুল্লাহ আল মামুন কে একমাস ও বরের ভাই সেলিম কে ছয় মাস কারাদণ্ড প্রদান করা হয়।

গোমস্তাপুর থানার উপ-পরিদর্শক মোতাহার আলী জানান,সোমবার রাতে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের গৌরীপুর গ্রামের আবু তালহার অষ্টম শ্রেণি পড়ুয়া অপ্রাপ্তবয়স্ক মেয়ের(১৫) সাথে নাচোল উপজেলার কসবা ইউনিয়নের আঝইর গ্রামের আব্দুল মান্নানের ছেলে মামুন (১৯) এর স্থানীয় এক মৌলভী দিয়ে গোপনে বিয়ে সম্পন্ন করা হয় ।বিষয়টি স্থানীয়রা জেলা প্রশাসক মহোদয় কে অবহিত করলে তিনি উপজেলা নির্বাহি অফিসার মিজানুর রহমানকে সেখানে বিষয়টি তদন্ত পূর্বক ভ্রাম্যমান  আদালত পরিচালনার নির্দেশ দেন। আদালতে তাদের স্বীকারোক্তি অনুযায়ী এতে জড়িত থাকার অভিযোগে মেয়ের পিতা আবু তালহা কে ছয় মাস,বর আব্দুল্লাহ-আল-মামুন কে এক মাস ও বরের ভাই সেলিমকে ছয় মাসের কারাদণ্ড দিয়ে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

স/রি

সর্বশেষ - রাজশাহীর খবর