সিল্কসিটিনিউজ ডেস্ক:
মার্কিন শীর্ষ তেল কোম্পানি এক্সন মোবিলের প্রধান নির্বাহী রেক্স টিলারসনকে ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্রমন্ত্রী করা হতে পারে। এই জ্যেষ্ঠ কূটনীতিকের রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ‘ঘনিষ্ট সম্পর্ক’ রয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।
শনিবার সকালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্প দেখা করেন টিলারসনের সঙ্গে। ট্রাম্প শিবিরের এক মুখপাত্র এই তথ্য দ্য গার্ডিয়ানকে জানিয়েছেন বলে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়। এক সপ্তাহের মধ্যে ট্রাম্পের সঙ্গে টিলারসনের এটি দ্বিতীয় সাক্ষাৎ। গত মঙ্গলবারও ম্যানহাটনের ট্রাম্প টাওয়ারে টিলারসনের সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে।
ট্রাম্পের অন্তর্বর্তীকালীন উপদেষ্টা কমিটির সূত্রের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম এনবিসি, নিউ ইয়র্ক টাইমস এবং সিএনএন জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ট্রাম্পের পছন্দের তালিকার শীর্ষে রয়েছেন টিলারসন।
তবে টিলারসনের পররাষ্ট্রমন্ত্রী হওয়া না হওয়ার বিষয়টি উল্লেখ না করে, ট্রাম্প শিবিরের মুখপাত্র জ্যাসন মিলার এক টুইটার বার্তায় জানিয়েছেন, আগামী সপ্তাহের আগে পররাষ্ট্রমন্ত্রীর নাম ঘোষণা করা হচ্ছে না।
৬৪ বছর বয়সী টিলারসন ৪১ বছর ধরে এক্সন মোবিলে কাজ করছেন। এই সময়ের মধ্যে তিনি রুশ রাষ্ট্রায়ত্ব তেল কোম্পানি রোসনেফটের সঙ্গেও বেশ কয়েকটি প্রকল্পে কাজ করেছেন।
২০১১ সালে রাশিয়ার ওপর মার্কিন আর্থিক নিষেধাজ্ঞায় রোসনেফটের সঙ্গে এক্সনের যৌথ কাজের সমাপ্তি ঘটে। তখন রোসনেফটের সঙ্গে প্রায় ৫০০ বিলিয়ন ডলারের চুক্তি ছিল এক্সনের। আর এই নিষেধাজ্ঞার তীব্র সমালোচনা করেন টিলারসন।
২০১৩ সালে রুশ কর্তৃপক্ষ বন্ধুত্বের নিদর্শন হিসেবে টিলারসনকে অর্ডার অব ফ্রেন্ডশিপ পুরস্কার প্রদান করে।
এর পরের বছরই রুশ ফেডারেশনে ইউক্রেনের বিতর্কিত প্রদেশ ক্রিমিয়ার অন্তর্ভুক্তির ফলে আবারও মার্কিন নিষেধাজ্ঞার সম্মুখীন হয় রাশিয়া। তখনও এই সিদ্ধান্তকে ‘ক্ষতিকর’ উল্লেখ করে এর সমালোচনা করেন টিলারসন।
শনিবার যুক্তরাষ্ট্রে রাশিয়ার সাবেক রাষ্ট্রদূত মাইকেল ম্যাকফল জানান, টিলারসনের সঙ্গে রোসনেফটের প্রধান নির্বাহী ইগোর সেচিনের ‘খুবই ঘনিষ্ট’ সম্পর্ক রয়েছে। সাবেক উপ-প্রধানমন্ত্রী ইগোর সেচিন ১৯৯০ সাল থেকে ভ্লাদিমির পুতিনের বন্ধু। মার্কিন নির্বাচনে হ্যাকিংয়ের মাধ্যমে হস্তক্ষেপের জন্য ইগোর সেচিনকে সরাসরি দোষারোপ করছে বর্তমান মার্কিন প্রশাসন।
সূত্র: বাংলা ট্রিবিউন