বৃহস্পতিবার , ১ অক্টোবর ২০২০ | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

শামির স্ত্রীর প্রাণ সংশয়; নিরাপত্তা প্রদানে আদালতের নির্দেশ

Paris
অক্টোবর ১, ২০২০ ৭:১৪ অপরাহ্ণ

ভারতের তারকা পেসার মোহাম্মদ শামির সহধর্মীনী হাসিন জাহানের নিরাপত্তা সুনিশ্চিত করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। কিছুদিন আগেই রাম মন্দির নির্মাণ বিষয়ক একটি সোশ্যাল মিডিয়া পোস্ট করেন হাসিন। তারপর তাকে খুন, ধর্ষণের হুমকি দেওয়া হয়েছিল। এরপর আইনজীবী আশিস চৌধুরী হাইকোর্টে রিট পিটিশন দাখিল করেন।

পিটিশন বলা হয়, কীভাবে কিছু সোশ্যাল মিডিয়া পোস্টকে কেন্দ্র করে তার মক্কেলের প্রাণ সংশয় হয়ে উঠেছে। পাশাপাশি পুলিশেও লিখিতভাবে অভিযোগ জানানো হয়। কলকাতার সিনিয়র এডভোকেট অমিতেশ বন্দোপাধ্যায় আদালতকে জানিয়েছেন, পুলিশ এফআইআর হিসাবে অভিযোগ লিপিবদ্ধ করেছে। তদন্তও শুরু হয়েছে। তবে হাসিনের আইনজীবী আশিস চৌধুরী অভিযোগ করেছেন, পুলিশ আসলে কিছুই করছে না।

দুই পক্ষের আইনজীবীদের বক্তব্য শোনার পর বিচারপতি দেবাংশু বসাক নির্দেশ দিয়েছেন, কোনোভাবেই যেন পিটিশন দাখিলকারীর প্রাণ সংশয় হওয়ার উপক্রম এবং সম্পত্তি নষ্ট না হয়। হাসিন বলেছেন, ‘ওই পোস্টের পর শুধু আমিই নই, আমার মেয়েকেও অশ্রাব্য গালিগালাজের মুখোমুখি হতে হয়েছে। তাই আইনজীবীর পরামর্শে লালবাজারে অভিযোগ জানাই। এছাড়া প্রধানমন্ত্রী, মমতা বন্দোপাধ্যায়সহ প্রশাসনের একাধিক শীর্ষব্যক্তিকে ট্যাগ করে টুইটও করেছি।’

 

সূত্রঃ কালের কণ্ঠ

সর্বশেষ - খেলা