আর্মেনিয়া-আজারবাইজানের মধ্যে ফের তীব্র গোলাগুলি

ককেশাস অঞ্চলের দুটি দেশ আজারবাইজান এবং আর্মেনিয়ার মধ্যে আবার আকস্মিকভাবে মারাত্মক সামরিক উত্তেজনা দেখা দিয়েছে। দ্বিতীয় দিনের মতো তীব্র গোলাগুলি চলছে। এই ঘটনায় আরো ১৫ জন সৈন্য নিহত হয়েছে। সোমবার দু’পক্ষই পরস্পরের বিরুদ্ধে ভারী গোলাবর্ষণের অভিযোগ এনেছে বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ান।

নাগোর্নো-কারাবাখ অঞ্চল নিয়ে আর্মেনিয়া এবং আজারবাইজানের মধ্যে দ্বন্দ্ব অনেক পুরনো। কিন্তু সাম্প্রতিক মাসগুলোতে এই দ্বন্দ্ব আবারও মাথাচাড়া দিয়ে ওঠে। গতকাল রবিবার থেকে তাদের গোলাগুলির ঘটনা ঘটছে। আজারবাইজানের অন্তত একটি হেলিকপ্টার গুলি করে ফেলে দেয় আর্মেনিয়ার বাহিনী। তবে দুই তরফ থেকেই জানানো হয়েছে, এই লড়াইয়ে কিছু বেসামরিক মানুষ মারা গেছে।

১৯৯১ সালের আগে পর্যন্ত আর্মেনিয়া এবং আজারবাইজান, দুটি দেশই ছিল তৎকালীন সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত। সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে যাওয়ার পর দুটি স্বাধীন দেশ হিসেবে তারা আলাদা হয়।

 

সূত্রঃ কালের কণ্ঠ