সোমবার , ৭ সেপ্টেম্বর ২০২০ | ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

আমিরাতের উদ্দেশ্যে মালির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ইব্রাহিম দেশ ছেড়েছেন

Paris
সেপ্টেম্বর ৭, ২০২০ ১২:৪৩ অপরাহ্ণ

মালির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ইব্রাহিম বৌবাকর কেইতা (৭৫) সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন। শনিবার তিনি দেশ ছাড়েন। খবর বিবিসি।

এর আগে গত মাসে এক নজীরবিহীন সামুরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন ইব্রাহিম। তার আগে দুর্নীতি, অপশাসন, অর্থনৈতিক অব্যবস্থাপনাসহ বিভিন্ন অভিযোগে ইব্রাহিমের বিরুদ্ধে গণবিক্ষোভ দেখা দিয়েছিল।

এই গণবিক্ষোভের সুযোগে সামরিক বাহিনীর একদল কর্মকর্তা তাকে গত ১৮ আগস্ট ক্ষমতাচ্যুত করেন। এপরর তিনি গ্রেফতারও হন। পরে অবশ্য তাকে মুক্তি দেওয়া হয়।

তার দেশ ছাড়ার বিষয়ে মালির এক সামরিক কর্মকর্তা বলেন, তিনি চিকিৎসার জন্য সংযুক্ত আরব আমিরাতে গেছেন। তিনি স্ট্রোক করেছিলেন। ইব্রাহিমের সাবেক চিফ অব স্টাফ একই তথ্য জানিয়ে বলেন, তিনি সেখানে দুই সপ্তাহের মতো থাকবেন।

এদিকে, বেসামরিক কর্তৃপক্ষের কাছে ক্ষমতা হস্তান্তর নিয়ে মালির সামরিক জান্তা দেশটির বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করছে। এমন প্রেক্ষাপটে দেশ ছাড়লেন ইব্রাহিম।

 

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন

সর্বশেষ - আন্তর্জাতিক