শুক্রবার , ২৮ আগস্ট ২০২০ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

পাপনের মা সঙ্গীতশিল্পী অর্চনা মারা গেছেন

Paris
আগস্ট ২৮, ২০২০ ৪:৫১ অপরাহ্ণ

মা-কে হারালেন সঙ্গীতশিল্পী পাপন। বৃহস্পতিবার আসামের গুয়াহাটির একটি বেসরকারি হাসপাতালে অসমীয়া এবং বলিউডের সঙ্গীতজগতের অন্যতম তারকা শিল্পী ,আসামের ভূমিপুত্র পাপন মহন্তর মা, সঙ্গীতশিল্পী অর্চনা মহন্ত শেষ নিঃশ্বাস ত্যাগ করেন । তাঁর বয়স হয়েছিল ৭২ বছর ।

প্রবাদপ্রতিম অসমীয়া সঙ্গীতশিল্পী খগেন মহন্তর স্ত্রী অর্চনা নিজেও সঙ্গীত দুনিয়ার সাথে যুক্ত ছিলেন । জুলাই মাসের ১৪ তারিখে মস্তিষ্কে স্ট্রোক হওয়ার পর থেকেই চিকিৎসা চলছিল অর্চনা দেবীর । বৃহস্পতিবার থেমে গেল সেই লড়াই। এদিন গুয়াহাটির নবগ্রহ স্মশান ঘাটে পুত্র পাপনের উপস্থিতিতে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শিল্পীর শেষ কৃত্য সম্পন্ন হয়েছে ।তাঁর মৃত্যুতে রাজ্য জুড়ে নেমে এসেছে শোকের ছায়া ।

অর্চনা দেবীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সেখানকার মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। একটি বিবৃতিতে তিনি জানান , ‘ আমাদের রাজ্যে সংস্কৃতি জগৎে আজ নক্ষত্রপতন ঘটলো । শোক প্রকাশের ভাষা আমার জানা নেই । প্রয়াত শিল্পীর পরিবারকে আমি আমার আন্তরিক সমবেদনা জানাচ্ছি । ওঁনার আত্মার শান্তি কামনা করি।’

অর্চনার স্বামী খগেন মাহান্তা ছিলেন ‘বিহু সম্রাট’। তিনি এবং অর্চনা আজীবন দেশে-বিদেশের বিভিন্ন প্রান্তে অসমের এই লোকগানের গানকে পৌঁছে দিয়েছেন । অসমের লোকসঙ্গীতের আসরে এই জুটির বিহু গানের প্রবল জনপ্রিয়তা আজও ব্যাপক পরিসরে বিদ্যমান । খগেন বাবু ২০১৪ সালেই ইহ জগৎের মায়া ত্যাগ করেছেন । অনুরাগীদের কাছে শেষ বিদায় চেয়ে এবার সেই পথেই পা বাড়ালেন তাঁর আজীবনের মঞ্চসঙ্গী তথা জীবনসঙ্গী অর্চনা।

 

সূত্রঃ যুগান্তর

সর্বশেষ - বিনোদন