শনিবার , ১৮ জুলাই ২০২০ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

যাত্রীর কসমেটিকসের কৌটায় সাড়ে ৯২ লাখ টাকার স্বর্ণ

Paris
জুলাই ১৮, ২০২০ ১০:২৫ অপরাহ্ণ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান পরিচালনা করে প্রায় ৯২ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ১ কেজি ৮৫০ গ্রাম স্বর্ণসহ এক যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টম হাউস।

গ্রিন চ্যানেলে নজরদারি ও তল্লাশির একপর্যায়ে শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে জেদ্দা থেকে আসা এসভি৩৮০৮ ফ্লাইটের মোহাম্মদ জসিম নামের ওই যাত্রীকে আটক করে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেনটিভ দল।

ঢাকা কাস্টমস হাউসের সহকারী কমিশনার (প্রিভেন্টিভ টিম) মো. সোলাইমান হোসেন জানান, কমিশনারের কাছে আসা গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালান প্রতিরোধে কাস্টম হাউসের ঢাকার কর্তব্যরত বি শিফটের কর্মকর্তারা বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে নজরদারি করতে থাকেন।

গ্রিন চ্যানেলে নজরদারি ও তল্লাশির একপর্যায়ে শনিবার বিকেল ৫টা ২৫ মিনিটে জেদ্দা থেকে আসা এসভি৩৮০৮ ফ্লাইটের যাত্রী মোহাম্মদ জসিমকে চ্যালেঞ্জ ও তল্লাশি করা হয়। তার সাথে থাকা ব্যাগ স্ক্যানিং করলে ব্যাগের ভেতরে থাকা ৪টি কসমেটিকসের কৌটার মধ্যে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ১৬টি স্বর্ণবার পাওয়া যায়। যার ওজন ১ কেজি ৮৫০ গ্রাম। জব্দ স্বর্ণের বাজারমূল্য প্রায় ৯২ লাখ ৫০ হাজার টাকা।

জব্দ স্বর্ণের বিষয়ে কাস্টম আইনে ব্যবস্থা নেয়া হয়েছে এবং আটক যাত্রীকে পুলিশে সোপর্দ করা হয়েছে।

সর্বশেষ - জাতীয়