চাঁপাইনবাবগঞ্জে শিক্ষা বৃত্তি প্রদান 

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ :

চলতি ২০১৯-২০ অর্থ বছরে চাঁপাইনবাবগঞ্জে উচ্চ শিক্ষায় অধ্যয়নরত শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ২২ জুন সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করেন, বিভাগীয় শ্রেষ্ঠ জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক।

প্রধানমন্ত্রীর কার্যালয় হতে সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জীবনমান উন্নয়নের গৃহীত “বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা” শীর্ষক কর্মসূচীর আওতায় এটি সম্পন্ন হবে।

জানা গেছে, ক্ষুদ্র নৃগোষ্ঠীর ৯৪ জন শিক্ষার্থীকে ২৫ হাজার টাকা করে দেয়া হচ্ছে। ২৩ লাখ টাকার শিক্ষাবৃত্তি দেয়া হবে। এদিন সদর উপজেলার ১ জন ও নাচোল উপজেলার ৫ জন মোট ৬ জন শিক্ষার্থীকে ২৫ হাজার টাকা করে দেয়া হয়। পর্যায়ক্রমে বাকি টাকাও দেয়া হবে।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ কে এম তাজকির-উজ-জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) দেবেন্দ্র নাথ উরাঁওসহ বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক উপস্থিত ছিলেন।