ঈদের আমেজ নেই মালয়েশিয়ায়

লকডাউন শিথিল করে পর্যায়ক্রমে বিধিনিষেধ তুলে নিচ্ছে মালয়েশিয়া। এরমধ্যেই শর্তসাপেক্ষে ঈদের নামাজের জামাতের অনুমতি দেয় মালয়েশিয়া সরকার। তবে মসজিদগুলোতে জনসমাগম এড়ানোর উপর বিভিন্ন বিধিনিষেধ থাকায় প্রবাসীরা যার যার বাসায় আদায় করেছেন ঈদের নামাজ।

এতে ঈদের দিন নিষ্প্রাণভাবে কাটিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা।

যান্ত্রিক প্রবাস জীবনকে পাশ কাটিয়ে, ঈদের দিনে কিছু মুহূর্তের জন্য হলেও বাঙালিদের মিলন মেলায় পরিণত হতো মালয়েশিয়ার প্রবাসী অধ্যুষিত এলাকাগুলো। তবে প্রাণঘাতী করোনাভাইরাস পাল্টে দিয়েছে সেই চিত্র। বিধিনিষেধ কিছুটা শিথিল হলেও নেই কোনো আমেজ।

মসজিদে সীমিত পরিসরে ঈদের জামাত হলেও অনেকেই বাড়িতে নামাজ আদায় করেন। ঘরোয়া আয়োজনেই সীমাবদ্ধ ছিল প্রবাসী বাংলাদেশিদের উৎসব।

সামাজিক দূরত্ব বজায় রেখে প্রবাসীদের একে অপরের পাশে থাকার আহ্বান প্রবাসী কমিউনিটি নেতাদের।

দেশজুড়ে করোনাভাইরাস সংক্রমণরোধে সবাইকে ঘরে থাকার আহ্বান জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন।

ঈদের দিন মানে প্রবাসে থাকা বাংলাদেশিদের এক মহামিলনমেলা। তবে এবারের ঈদে প্রবাসীদের মাঝে ছিল না কোনো কৌতূহল। উচ্ছ্বাসবিহীন এবারের ঈদ অতিবাহিত করলেও করোনা যুদ্ধে জয়ী হয়ে আগামী বছর ঈদ নিয়ে আসবে সকলের মাঝে সুখের বার্তা- এমনটাই প্রত্যাশা প্রবাসী বাংলাদেশিদের।

সূত্রঃ সময়