রবিবার , ৩ মে ২০২০ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

গানে প্রেসিডেন্টকে উপহাস, কারাগারে মিশরীয় চলচ্চিত্রকারের মৃত্যু

Paris
মে ৩, ২০২০ ৯:০৯ পূর্বাহ্ণ

মিশরের তরুণ একজন চলচ্চিত্রকার সে দেশের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি’র সমালোচনা করে মিউজিক ভিডিও তৈরি করার জেরে কারাবন্দি হন। কায়রো কারাগারে তার মৃত্যু হয়েছে বলে গতকাল শনিবার জানিয়েছেন তার আইনজীবী।

বার্তা সংস্থা এপি জানিয়েছে, ২৪ বছর বয়সী শাদী হাবাস তোরা কারাগারে মারা গেছেন। তার আইনজীবী আহমেদ আল খাওয়াগা বলেছেন, মৃত্যুর কোনো কারণ এখনো কারাগার কর্তৃপক্ষ জানাতে পারেনি।

কোনো ধরনের অভিযোগ গঠন না করেই শাদী হাবাসকে দুই বছর আগে আটক করে কারাগারে রাখা হয়। আটক হওয়ার আগে সে দেশের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসিকে উপহাস করে মিউজিক ভিডিও বানিয়েছিলেন তিনি।

মানবাধিকার কর্মীরা মনে করছেন, প্রেসিডেন্টের সমালোচনার জেরে বিনা বিচারে দুই বছর ধরে আটকে রাখার পর দেশের সর্বাধিক সুরক্ষিত কারাগার কমপ্লেক্সে ন্যাক্কারজনক মৃত্যুর ঘটনা ঘটলো।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ ব্যাপারে কোনো মন্তব্য এখনো করেনি। জানা গেছে, ২০১৮ সালের মার্চে শাদী হাবাসকেে আটক করে পুলিশ।
মানবাধিকার আইনজীবী খালেদ আলী বলেন, তদন্তাধীন ও বিচারাধীন অবস্থায় কারাগারে এতোদিন আটকে না রেখে আরো দুই মাস আগেই হাবাসকে মুক্তি দেওয়া উচিত ছিল।

 

সুত্রঃ কালের কণ্ঠ

সর্বশেষ - আন্তর্জাতিক