মঙ্গলবার , ২৮ এপ্রিল ২০২০ | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

দেশে কোরনায় একদিনে নতুন রেকর্ড আক্রান্ত ৫৪৯ জন, মৃত আরও তিন

Paris
এপ্রিল ২৮, ২০২০ ২:৪৫ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

দেশে কোরনায় মারা গেছেন আরও তিনজন। এছাড়াও আক্রান্ত ৫৪৯ জন আক্রান্ত হয়েছে। একিদনে সর্বোচ্চ আক্রান্ত এটি। এনিয়ে প্রানহানীর সংখ্যা দাঁড়ালো ১৫৫ জনে। আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬ হাজার ৪৬২ জন। মৃত তিনজনের বয়স ষাটোর্দ্ধ। তারা তিনজনই ঢাকার বাসিন্দা।

মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে সবাইকে ঘরে থাকার এবং স্বাস্থ্য অধিদফতর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ-নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয় বুলেটিনে।

প্রায় চার মাস আগে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস এখন গোটা বিশ্বে তাণ্ডব চালাচ্ছে। চীন পরিস্থিতি অনেকটাই সামাল দিয়ে উঠলেও এখন মারাত্মকভাবে ভুগছে ইউরোপ-আমেরিকা-এশিয়াসহ বিশ্বের অন্যান্য অঞ্চল। এ ভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্তের প্রায় পৌনে ৩১ লাখ। মৃতের সংখ্যা ছাড়িয়েছে দুই লাখ ১১ হাজার। তবে সোয়া নয় লাখের মতো রোগী ইতোমধ্যে সুস্থ হয়েছেন।

স/আর

 

সর্বশেষ - জাতীয়