সোমবার , ৩০ মার্চ ২০২০ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

করোনা মোকাবেলায় মোদির ফান্ডে ১ কোটি রুপি দিলেন গৌতম গম্ভীর

Paris
মার্চ ৩০, ২০২০ ৫:৫৮ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

করোনাভাইরাস মোকাবেলায় ১ কোটি ৬২ লাখ রুপি সহায়তা দিয়েছেন ভারতের তিন ক্রিকেটার। তারা হলেন গৌতম গম্ভীর, সুরেশ রায়না ও অজিঙ্কা রাহানে।

তার মধ্যে টিম ইন্ডিয়ার সাবেক বাঁহাতি ওপেনার গম্ভীর একাই দিয়েছেন ১ কোটি রুপি। এর পুরোটাই ভারতীয় প্রধানমন্ত্রীর ‘কেয়ারস ফান্ডে’ দান করেছেন তিনি। নিজের সংসদীয় এলাকা ডেভেলপমেন্ট স্কিম থেকে এ অর্থ দিয়েছেন বিজেপি সাংসদ।

রায়না দিয়েছেন ৫২ লাখ রুপি। তবে পুরোটাই প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দেননি তিনি। ৩১ লাখ রুপি দিয়েছেন এ ফান্ডে। বাকি ২১ লাখ রুপি দান করেছেন উত্তরপ্রদেশ মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে।

প্রাণঘাতী করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে রোববার আরেকটা ডোনেশন পেয়েছে ভারত। করোনা যুদ্ধে দেশটির মহারাষ্ট্র চিফ মিনিস্টারের ত্রাণ তহবিলে ১০ লাখ রুপি দিয়েছেন রাহানে।

তবে এ ত্রয়ীর মধ্যে রায়নার অর্থ দান প্রশংসা কুড়িয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। টুইটবার্তায় তিনি বলেন, দ্যাটস অ্যা ব্রিলিয়ান্ট ফিফটি।

তথ্যসূত্র: টুইটার ও ক্রিকেট ইয়াহু ডটনেট

সর্বশেষ - খেলা