সিল্কসিটিনিউজ ডেস্কঃ
নিউজিল্যান্ডে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হলো। জানা গেছে, ৭০ বছর বয়সী ওই নারী দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলের বাসিন্দা।
স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, প্রথমে ওই নারী বুঝতেই পারেননি যে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। অনেক দেরি করে চিকিৎসকের শরনাপন্ন হলেও তাকে ভুল চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসকরা তাকে ইনফ্লুয়েঞ্জার চিকিৎসা দিচ্ছিলেন।
দেশটির প্রধানমন্ত্রী বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন। তিনি মনে করেন, ওই নারীর পরিবারের অন্য সদস্যরাও আক্রান্ত হয়ে থাকতে পারেন।
তিনি আরো বলেন, এটা অত্যন্ত দুঃখের একটা দিন। করোনা ছড়িয়ে পড়া ঠেকাতে সবাইকে কাজ করতে হবে। এজন্য সবার ঘরে থাকা দরকার। আলাদা হোন, জীবন বাঁচান।