শনিবার , ২৮ মার্চ ২০২০ | ১লা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

করোনার ছুটিতে ঢাকা ছেড়েছেন ১ কোটি মোবাইল গ্রাহক

Paris
মার্চ ২৮, ২০২০ ৪:৪৬ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্কঃ

করোনাভাইরাস রোধে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। আর এতে ঢাকা ছেড়েছেন প্রায় এক কোটি মোবাইল গ্রাহক। বার্তা সংস্থা ইউএনবিকে বিষয়টি জানিয়েছেন মোবাইল ফোন অপারেটরদের তথ্যের ভিত্তিতে ন্যাশনাল টেলিকম মনিটরিং সেন্টারের (এনটিএমসি) পরিচালক বিগ্রেডিয়ার জেনালের জিয়াউল আহসান।

জিয়াউল আহসান বলেন,  ‘ঢাকা ছেড়ে যাওয়া এক কোটি গ্রাহকের মধ্যে বাংলালিংকের ১৬ লাখ, গ্রামীণ ফোনের ৪৬ লাখ, রবির ৩৫ লাখ এবং টেলিটকের ২ লাখ ৫০ হাজার গ্রাহক রয়েছে।’

তিনি বলেন, ‘এই বিপুল সংখ্যক মানুষের মাঝে যদি কেউ করোনাভাইরাসে আক্রান্ত থাকেন, ভয়াবহ আকার ধারণ করতে পারে।’

উল্লেখ্য, গত ২৩ মার্চ এক ঘোষণায় মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, করোনাভাইরাসের কারণে ২৬ মার্চ থেকে আগামী ৪ এপ্রিল পর্যন্ত সরকারি ছুটি থাকবে। এরপরই ঢাকা থেকে যার যার গ্রামের বাড়িতে যাওয়া ঢল নামে।

সর্বশেষ - বিজ্ঞান ও প্রযুক্তি