শুক্রবার , ৬ মার্চ ২০২০ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

রাজশাহীর পদ্মা নদীতে নৌকা ডুবি

Paris
মার্চ ৬, ২০২০ ৭:৪৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীতে পদ্মা নদীতে প্রায় ৩৫ জন যাত্রী নিয়ে দুইটি নৌকা ডুবির ঘটনা ঘটেছে। আজ শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে নগরের রাজপাড়া থানার শ্রীরামপুর এলাকায় পদ্মা নদীতে এই নৌকা ডুবির ঘটনা ঘটেছে।

এ ঘটনায় বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে রাজশাহী সদর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

রাজশাহী সদর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার আব্দুর রউফ জানিয়েছেন, চরখিদিরপুর এলাকায় বৌভাতের অনুষ্ঠান শেষে বর কনে নিয়ে পবা উপজেলার ডাইংপাড়ায় যাচ্ছিল। দুটি নৌকায় ৩৫ জনের মত যাত্রী ছিল। এর মধ্যে ১৭ জন নারী ও ৬ জন শিশু। সন্ধ্যায় শ্রীরামপুর এলাকায় দুই নৌকা ধাক্কা খেয়ে ডুবে যায়। এদের মধ্যে ১২ জনকে জীবিত পাওয়া গেছে। তাদের মধ্যে ৫ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে এক শিশু মারা যায়। পদ্মার অন্যপাড়া কেউ উঠেছে কিনা বা কতজন নিখোঁজ রয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে, কেউ নদীতে আছেন কিনা তা দেখার জন্যই দুই সদস্যের ডুবুরি দল বিজিবি স্পিডবোট নিয়ে ঘটনাস্থলে তল্লাশী চালাচ্ছে বলেও জানান তিনি।

 

 

 

 

 

 

সর্বশেষ - রাজশাহীর খবর

আপনার জন্য নির্বাচিত