বৃহস্পতিবার , ৩০ জানুয়ারি ২০২০ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

কোড অব কনডাক্ট না মানলে চলে যান, কূটনীতিকদের পররাষ্ট্রমন্ত্রী

Paris
জানুয়ারি ৩০, ২০২০ ৯:২৬ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

কোড অব কনডাক্ট (আচরণবিধি) না মানলে বিদেশি কূটনীতিকদের বাংলাদেশ থেকে চলে যাওয়ার পরামর্শ দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

আজ বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত বাংলাদেশ উন্নয়ন ফোরামের বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ অভিমত দেন।

রাজধানীর দুই সিটি করপোরেশনের নির্বাচনের আগে সম্প্রতি যুক্তরাজ্য হাইকমিশনারের বাসায় ঢাকায় কর্মরত কূটনীতিকেরা বৈঠক করেছেন। এ নিয়ে জানতে চাইলে এ কে আব্দুল মোমেন বলেন, ‘এটা অত্যন্ত দুঃখজনক যে এ দেশে বিভিন্ন দূতাবাস অনেক সময় আমাদের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলায়। তারা তাদের কাজ বাদ দিয়ে এটা করে। এটা সমীচীন নয়।’

তবে পররাষ্ট্রমন্ত্রী মনে করেন, নির্বাচন পর্যবেক্ষণে কারা যাবে আর কারা যাবে, না সে বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন (ইসি)।

বাংলাদেশে কর্মরত বিদেশি কূটনীতিকদের শিষ্টাচার মেনে দায়িত্ব পালনের ওপর জোর দিয়ে এ কে আব্দুল মোমেন বলেন, ‘কূটনীতিকেরা সাধারণ কোড অব কনডাক্ট মেনে চলেন। এ ব্যাপারে তাঁদের দায়িত্বশীল আচরণ করতে হবে। আমরা আশা করব, তাঁরা দায়িত্বশীলতার সঙ্গে কাজ করবেন।’

যেসব কূটনীতিক কোড অব কনডাক্ট মানবেন না, তাঁদের ব্যাপারে সরকারের তো ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘অবশ্যই আছে। যাঁরা কোড অব কনডাক্ট মানবেন না, তাঁদের বলব, আপনারা চলে যান।’

সর্বশেষ - জাতীয়