বুধবার , ২৯ জানুয়ারি ২০২০ | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

ফের বাবা হলেন সরফরাজ

Paris
জানুয়ারি ২৯, ২০২০ ১:২৮ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ফের বাবা হলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদ। সোশ্যাল মিডিয়া টুইটারে ভক্ত-অনুরাগীদের এ খবর দিয়েছেন তিনি।

গেল মঙ্গলবার মেয়েসন্তানের জন্ম দেন সরফরাজের স্ত্রী সৈয়দা খুশবখত। তাদের সংসারে এটি দ্বিতীয় সন্তান। এ দম্পতির ঘরে আবদুল্লাহ নামে এক ছেলেসন্তান রয়েছে।

খেলার সাথী পেয়ে উচ্ছ্বসিত আবদুল্লাহ। জন্মের পরই বোনকে কোলে তুলে নেয় সে। এ ছবিই টুইটারে পোস্ট করেছেন সরফরাজ।

ক্যাপশনে তিনি লেখেন– আমার মেয়ে হয়েছে! আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ।

ইতিমধ্যে পাকিস্তানি অনেক ক্রিকেটার উইকেটকিপার-ব্যাটসম্যানকে অভিনন্দন জানিয়েছেন। পাশাপাশি সদ্যজাত মেয়েকে আশীর্বাদ করেছেন। সর্বোপরি পুরো পরিবারের প্রতি শুভকামনা জানিয়েছেন।

সরফরাজের নেতৃত্বে ২০১৭ সালে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি জেতে পাকিস্তান। তার অধিনায়কত্বেই আন্তর্জাতিক টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে শীর্ষে ওঠে পাকিস্তান।

তবে সবশেষ ওয়ানডে বিশ্বকাপে দলকে সেমিফাইনালে তুলতে না পারায় বরখাস্ত হন তিনি। এর পর থেকে জাতীয় দলের বাইরে আছেন ৩২ বছর বয়সী এ ক্রিকেটার।

সর্বশেষ - খেলা