সোমবার , ১৪ নভেম্বর ২০১৬ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

মন্ত্রী ছায়েদুলের বিরুদ্ধে মানহানির মামলা খারিজ

Paris
নভেম্বর ১৪, ২০১৬ ৫:৪১ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

‘টাকার বিনিময়ে প্রার্থী মনোনয়ন দিয়েছেন’ এ ধরনের আপত্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগে এনে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হকের বিরুদ্ধে যে মানহানি মামলার আবেদন করা হয়েছিল তা খারিজ করে দিয়েছেন আদালত।

 

আজ সোমবার ঢাকার মহানগর হাকিম আব্দুল্লাহ আল মাসুদ এ আদেশ দেন।

 

এর আগে গত ৮ নভেম্বর এ বিচারকের আদালতে মামলা দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী আমিনুল ইসলাম। বিচারক ওই দিন আদেশ না দিয়ে আজ আদেশ দেওয়ার জন্য দিন রেখেছিলেন।

 

মামলার আরজি থেকে জানা যায়, গত ৭ নভেম্বর মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হক ব্রাহ্মণবাড়িয়ায় এক সংবাদ সম্মেলনে বলেন, ‘উপজেলার হরিপুর ও গোকর্ণ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সময় সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি ওবায়দুল মুক্তাদির চৌধুরী ৭৫ লাখ এবং সাধারণ সম্পাদক আল মামুন সরকার ৪০ লাখ টাকার বিনিময়ে প্রার্থী মনোনয়ন দিয়েছেন।’ তিনি আরো জানান, বিষয়টি প্রধানমন্ত্রীকেও জানিয়েছেন।

 

মন্ত্রীর এ ধরনের বক্তব্য বিভিন্ন সংবাদমাধ্যমে প্রচারিত হয়।

 

বাদী ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সদস্য হওয়ায় তাঁর মানহানি হয়েছে বলে আদালতে এ মামলাটির আবেদন করেন। বাদী দণ্ডবিধির ৫০০ ধারায় মানহানির অভিযোগ করেন।

 

সম্প্রতি ব্রাক্ষণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু ধর্মাবলম্বীদের মন্দির ও বাড়িঘরে হামলার পর সমালোচিত হন ছায়েদুল হক।

সূত্র: এনটিভি

সর্বশেষ - আইন আদালত