শুক্রবার , ২০ ডিসেম্বর ২০১৯ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

বাগমারায় পুলিশের কাছ থেকে আসামি ছিনতাই

Paris
ডিসেম্বর ২০, ২০১৯ ১১:৫২ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

রাজশাহীর বাগমারায় পুলিশের কাছ থেকে আসামি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বাসুপাড়া ইউনিয়নের জ্যোতিনগঞ্জ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশের কাছ থেকে ছিনতাই হওয়া আসামির নাম জাবের আলী (৪৫)।

জাবের গত ২৯ নভেম্বর মারপিটের ঘটনার একটি মামলার আসামি। ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন।

বাগমারা থানার ওসি (তদন্ত) মিজানুর রহমান জানান, জাবেরের অবস্থান জানতে পেরে বৃহস্পতিবার রাতে তাকে গ্রেফতারে পুলিশ অভিযান চালায়। বাসুপাড়া ইউনিয়নের জ্যোতিনগঞ্জ বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে থানায় নেয়ার জন্য বাজার থেকে বের হওয়ার সময় দুর্বৃত্তরা তাকে ছিনিয়ে নেয়।

তিনি জানান, গত ২৯ নভেম্বর উপজেলার বাসুপাড়া ইউনিয়নের বীরকয়া গ্রামের মোবারক হোসেনকে পিটিয়ে জখম করে জাবেরসহ তার বাহিনীর সদস্যরা। বাজারের লোকজন মোবারককে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় আহত মোবারকের স্ত্রী নাজমা বিবি জাবেরসহ ১০ জনকে আসামি করে বাগমারা থানায় একটি মামলা দায়ের করেন।

ওসি আরও জানান, পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয়া জাবেরকে গ্রেফতারের জন্য বিভিন্নস্থানে অভিযান চালানো হচ্ছে। পুলিশের দুটি টিম মাঠে কাজ করছে।

সর্বশেষ - রাজশাহীর খবর