সোমবার , ১৮ নভেম্বর ২০১৯ | ১৬ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

কারাবন্দি ৮০০ আইএস সন্ত্রাসীকে তারা মুক্তি দিয়েছে

Paris
নভেম্বর ১৮, ২০১৯ ৭:২২ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

কুর্দি সংগঠন ওয়াইপিজি ও পিকেকের বিরুদ্ধে সিরিয়ার তাল আবায়াদে যুদ্ধবন্দি ৮শ’ আইএস সন্ত্রাসীকে মুক্তি দেয়ার অভিযোগ করেছে তুরস্ক। রোববার তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ অভিযোগ করে। সোমবার তুরস্কের প্রভাবশালী গণমাধ্যম হুররিয়াত এ খবর জানায়।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক টুইট বার্তায় বলা হয়, তুরস্ক একমাত্র দেশ যা ন্যাটো ও আন্তর্জাতিক জোটের বিপক্ষে গিয়ে ইরাক ও সিরিয়ায় আইএসের বিরুদ্ধে যুদ্ধ করে তাদের ৪ হাজার সদস্যকে নিঃশেষ করেছে।

কিন্তু অন্যদিকে ওয়াইপিজি ও পিকেকে তাল আবায়দে ৮০০ আইএস যুদ্ধবন্দিকে মুক্তি দিয়েছে।

এ সব অঞ্চল থেকে সন্ত্রাসীগোষ্ঠী দমনে ২০১৬ সাল থেকে তুরস্ক উত্তর সিরিয়ায় বড় ধরনের তিনটি সামরিক অভিযান পরিচালনা করেছে। অপারেশনগুলো হল, ইউফ্রেটিস শিল্ড, ওলিভ ব্রাঞ্চ ও পিস স্প্রিং।

উত্তর সিরিয়ার পূর্ব ফোরাত নদী থেকে কুর্দিদের হটিয়ে তুরস্ক সীমান্ত নিরাপদ, সিরিয়ার শরণার্থীদের ফেরত ও দেশটির আঞ্চলিক অখণ্ডতা নিশ্চিত করতে গত ৯ অক্টোবর আঙ্কারা অপারেশন পিস স্প্রিং শুরু করে।

সর্বশেষ - আন্তর্জাতিক