মঙ্গলবার , ৮ অক্টোবর ২০১৯ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

চাঁপাইনবাবগঞ্জের পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে বাবা-ছেলে নিখোঁজ

Paris
অক্টোবর ৮, ২০১৯ ৭:৫২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়েছে বাবা-ছেলে। মঙ্গলবার সকালে পাঁকা ইউনিয়নের তেররশিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

এদিকে তাদের উদ্ধারে রাজশাহীর ফায়ার সার্ভিসের ডুবুরী ঘটনাস্থলে পৌঁছলেও তাদের উদ্ধার করতে পারেনি।

নিখোঁজরা হল- শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের তেররশিয়া দক্ষিণপাঁকা গ্রামের মৃত মোজাহার হোসেনের ছেলে মো. সাহাবুদ্দিন (৫২) ও তার ছেলে মো. আব্দুল্লাহ (১৯)।

পাঁকা ইউপি চেয়ারম্যান মো. মজিবুর রহমান জানান, সকাল ৯টার দিকে সাহাবুদ্দিন ও তার ছেলে আব্দুল্লাহ প্রতিদিনের মত পদ্মা নদীতে ছোট ডিঙ্গি নৌকা (বাড্ডি) নিয়ে মাছ ধরতে যায়। একপর্যায়ে প্রবল স্রোতে পড়ে নৌকাটি ডুবে যায় এবং পিতা-পুত্র নিখোঁজ হয়ে যায়। বিষয়টি জানতে পেরে প্রথমে স্থানীয়রা খোঁজাখুঁজি করে না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়া ।

তিনি আরও জানান, ফায়ার সার্ভিসের ডুবুরী দল ঘটনাস্থলে আসলে উদ্ধার অভিযান শুরু করবে। এবিষয়ে চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক মো.সাবের আলী জানান,যত দ্রুত সম্ভব তাদের উদ্ধার করা হবে। তিনি আরও জানান,প্রবল  স্রোতের কারনে উদ্ধার কার্যক্রম বিলম্ব হচ্ছে।

স/অ

সর্বশেষ - রাজশাহীর খবর