শনিবার , ২৮ সেপ্টেম্বর ২০১৯ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

বগুড়ায় থানার সামনে থেকেই ইউপি সদস্যের মোটরসাইকেল চুরি

Paris
সেপ্টেম্বর ২৮, ২০১৯ ৯:০৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

বগুড়ার শেরপুরের গোসাইপাড়া এলাকার থানার গেটের সামনে থেকেই ইউপি সদস্য আতাউর রহমান বকুলের মোটরসাইকেল চুরি হয়েছে।

শুক্রবার রাতে শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগে জানা গেছে, উপজেলার খামারকান্দি ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের সদস্য আতাউর রহমান বকুল নিজ এলাকার একটি সমস্যা নিয়ে শুক্রবার রাত ৮টার দিকে শেরপুর থানায় নীল রংয়ের একটি ডিসকভার ১০০ সিসি মোটরসাইকেল নিয়ে আসেন।

থানার গেটের সামনে মোটরসাইকেলটি রেখে ভেতরে যান। চোরেরা মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যায়। কাজ শেষ করে রাত ১০টার দিকে বাড়িতে যাওয়ার জন্য আতাউর রহমান বকুল গেটের বাইরে এসে দেখেন তার মোটরসাইকেলটি নেই। অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে অবশেষে ওই রাতেই শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলাম বলেন, মোটরসাইকেল চুরির ঘটনার একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ - রাজশাহীর খবর