সোমবার , ৩১ অক্টোবর ২০১৬ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

সাপাহারে বানর নিয়ে বিপাকে বিজিবি ক্যাম্প

Paris
অক্টোবর ৩১, ২০১৬ ৯:১৪ অপরাহ্ণ

প্রদীপ সাহা,সাপাহার:

ভারত থেকে আসা একটি বানর নিয়ে বিপাকে পড়েছে নওগাঁর সাপাহার উপজেলার কলমুডাঙ্গা বিজিবি সদস্যরা।

 
জানা গেছে রোববার দুপুরে সীমান্ত ঘেঁষা বিজিবি ক্যাম্প সংলগ্ন কলমুডাঙ্গা বলদিয়া ঘাট গ্রামে ভারত থেকে পালিয়ে এসে একটি বানর গাছে আশ্রয় নেয়। গ্রামের কিছু দুষ্ট প্রকৃতির ছেলে বানরটিকে তাড়া করে নিয়ে বেড়ায়। এসময় বানরটি কয়েক জনকে হাতে পায়ে কামড় দেয়।

 

সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা তাৎক্ষনিক বানরটিকে উদ্ধার করে ক্যাম্পে নিরাপদ স্থানে রাখে।

 

ক্যাম্প কমান্ডার আজমল হোসেন সিল্কসিটি নিউজকে জানান, বণ্যপ্রাণী সংরক্ষন আইনে এটিকে বন বিভাগের কর্মকর্তার নিকট হস্তান্তর করা হবে এ জন্য সাপাহার থানার ওসির সাথে যোগাযোগ করা হয়েছে। সংবাদ পেয়ে ইতো মধ্যে ১৪বিজিবি ব্যাটালিয়ান কমান্ডিং অফিসার লেঃ কর্ণেল আলী রেজা ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ বিষয়ে অফিসার ইনচার্জ রেজাউল ইসলাম জানান, বন বিভাগের কর্মকর্তার সাথে যোগাযোগ করা হয়েছে কিন্তু এ পর্যন্ত বন  বিভাগের পক্ষ থেকে  কোন পদক্ষেপ না নেওয়ায় বানরটি কোন কিছু না খেয়ে দু’দিন ধরে কলমুডাঙ্গা বিজিবি ক্যাম্পে অবস্থান করছে। অসহায় বানরটিকে নিরাপদ আশ্রয়ে পাঠানোর জন্য সংশ্লিষ্ট বিভাগের উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকার সচেতন মহল ।

স/অ

সর্বশেষ - রাজশাহীর খবর